জার্মানির স্বপ্নভঙ্গ, গ্রুপ পর্ব থেকেই বিদায়! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 27, 2018

জার্মানির স্বপ্নভঙ্গ, গ্রুপ পর্ব থেকেই বিদায়!


নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো জার্মানিকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা তা পারেইনি, বরং হেরেই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। আজ বুধবার কাজানে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জিতেছে এশিয়ার প্রতিনিধি দলটি।

দক্ষিণ কোরিয়া দুটি গোলই পেয়েছে ম্যাচের ইনজুরি সময়ে। যোগ কারা সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন কিম ইয়ং-গোন এবং ষষ্ঠ মিনিটে সন হিউং মিন গোল করে জার্মানির স্বপ্নভেঙে দেন।
ম্যাচের প্রথমার্ধেও গতবারের চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল দক্ষিণ কোরিয়া। শুধু তাই নয়, এগিয়ে যাওয়ার মতো কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। বিশেষ করে ১৯ মিনিটে এগিয়ে যেতে পারত এশিয়ার এই প্রতিনিধি। দারুণ একটি ফ্রি-কিক থেকে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার রুখে না দিলে গোল হতেও পারত।
তবে প্রথমার্ধের শেষ দিকে জার্মানি কয়েকটি আক্রমণ গড়েছিল, কিন্তু দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। তাই সাফল্য পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। ৪৮ মিনিটে দারুণ একটি আক্রমণ থেকে এগিয়ে যেতে পারতো তারা। সতীর্থের বাড়ানো ক্রস থেকে লিয়ন গোরেতকার চমৎকার হেড কোরিয়া গোলরক্ষক কোনো মতে রক্ষা করেন। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন