মহিলা সাহাবীদের নাম কি কি জেনে নিন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

321

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, February 10, 2018

demo-image

মহিলা সাহাবীদের নাম কি কি জেনে নিন

.com/blogger_img_proxy/


আমার বাঁশখালী ডেক্স:
 আপনার সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের সুন্দর নাম রাখতে এখন ৭৯ জন মহিলা সাহাবীদের নাম উল্লেখ্য করা হলো। আপনার পছন্দের বেঁছে নিন এবং মহিলা সাহাবীদের নাম অনুযায়ী আপনার মেয়ে শিশুর নামটি রেখে দিন।


cute-muslim-kids-children-61

হযরত রাসূলুল্লাহ (সাঃ) এর জীবদ্দশায় যে সকল মহলা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ (সাঃ) কে স্ব-চোখে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যু বরণ করেছেন তারাই হলেন মহিলা সাহাবী। তাঁরা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান।
পূর্বেই বলা হয়েছে, মহিলারা তাঁদের নামের শেষে পিতার নাম যোগ করে পরিচয় দিত, পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যোগ করা কোরআন ও হাদীসের প্রত্যক্ষ নাফরমানী। আল্লাহ রাব্বুল আলামীন যা  ন্যায় সঙ্গত মনে করেন তা না গ্রহণ করে পশ্চিমা বিজাতীয় অনুকরণে বিবাহিতা নারীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা ইসলামী আদর্শের পরিপন্থী। সাহাবীদের মতো মহিলা সাহাবীরাও তাঁদের নামের শেষে নীসব অর্থাৎ পিতার নাম যুক্ত করে পরিচয় দিতেন। যেমন খদীজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর সিদ্দীক ইত্যাদি। মুহাম্মদ (সা) এর মতো জগত বরণ্য স্বামীর নামও তাদের নামের পরে যুক্ত করেননি। কিন্তু এযুগের মুসলিম নারীগণ তাঁদের বিবাহোত্তর জীবনে নিজেদের নামের পরে স্বামীর নাম যোগ করেন অবলীলাক্রমে এ প্রথা বা স্টাইল কুরআন ও সুন্নার বিপরীত। আল্লাহ তা’আলা চিরন্তন বাণীকে অস্বীকার করে যারা অন্যের অনুসরণ করে কিয়ামতের দিনে তাঁদের দলেই তাঁরা ঠাই পাবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ
“ইবনে উমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি যে প্রাদায়ের অনুসরণ করে সে তাদেরই দলভুক্ত হবে।’ আবু দাউদ। (কিতাবিল লিবছ)
সুতরাং যারা খাদীজাতুল কুবরা, আয়েশা সিদ্দীকা, ফাতেমাতুজ যোহরা এদের দলে শামীল হতে চায় তাঁরা এদেরই পদাঙ্ক অনুসরণ করবে। মুসলিম মা-বোন ও ভাইদের কাছে ইসলামের চির সুন্দর ও সত্য এবং কল্যাণের বাণী পৌঁছে দিয়ে সে অনুযায়ী আমল করার আহ্বান জানাই নিম্নে কয়েকজন সৌভাগ্যবান মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো, আমাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাহাবীদের নামে নামকরণের তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমীন!

মহিলা সাহাবীদের নামের তালিকা

ক্রমিক নং পূর্ণ নাম সংক্ষিপ্ত নাম
০১. আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) আরওয়া (রাঃ)
০২. আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) আসমা (রাঃ)
০৩. উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী উমাইয়া (রাঃ)
০৪. উনাইসাহ বিনতে আদী (রাঃ) উনাইসাহ (রাঃ)
০৫. উম্মে আইমন (রাঃ) উম্মে আইমন (রাঃ)
০৬. উম্মে ফজল (রাঃ) উম্মে ফজল (রাঃ)
০৭. উম্মে রুমান (রাঃ) উম্মে রুমান (রাঃ)
০৮. উম্মে সুলাইম (রাঃ) উম্মে সুলাইম (রাঃ)
০৯. উম্মে উমারা (রাঃ) উম্মে উমারা (রাঃ)
১০. উম্মে আতিয়া (রাঃ) উম্মে আতিয়া (রাঃ)
১১. উম্মে হানী (রাঃ) উম্মে হানী (রাঃ)
১২. বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) বারীরাহ (রাঃ)
১৩. বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) বুসরা (রাঃ)
১৪. তামাযুর বিনতে ‘আমের (রাঃ) তামাযুর (রাঃ)
১৫. তামীমা বিনতে ওহহাব (রাঃ) তামীমা (রাঃ)
১৬. সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) সুবাইতা (রাঃ)
১৭. জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) জামীলা (রাঃ)
১৮. জুমানা বিনতে আবী তালেব জুমানা (রাঃ)
১৯. জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) জুওয়াইরিয়া (রাঃ)
২০. হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) হাবীবা (রাঃ)
২১. হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) হাফসা (রাঃ)
২২. হাকীমা বিনতে গাইলান (রাঃ) হাকীমা (রাঃ)
২৩. হালিমাতুস সা’দিয়া (রাঃ) হালীমা (রাঃ)
২৪. হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) হামামা (রাঃ)
২৫. হামনা বিনতে  জাহান (রাঃ) হামনা (রাঃ)
২৬. হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) হাওয়া (রাঃ)
২৭. খালেদা বিনতে আসওয়াদ খালেদা (রাঃ)
২৮. খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) খাদীজা (রাঃ)
২৯. খুযায়মা বিনতে জাহাম খুযায়মা (রাঃ)
৩০. খালীদাহ বিনতে কা’নাব খালীদাহ (রাঃ)
৩১. খানসায়া বিনতে খাদ্দাম আলি আনসারী (রাঃ) খানসায়া (রাঃ)
৩২. খাওলা বিনতে আবদুল্লাহ আল  আনসারী (রাঃ) খাওলা (রাঃ)
৩৩. দুজাজা বিনতে আসমা বিন সালত দুজাজা (রাঃ)
৩৪. দুররা বিনতে আবী লাহাব দুররা (রাঃ)
৩৫. রবীআ’হ বিনতে নযর আন-আনসারিয়াহ রবীআহ (রাঃ)
৩৬. রযীনা (রাসূলুল্লাহর (সাঃ) খাদেমা (রাঃ) রযীনা (রাঃ)
৩৭. রূফাইদা আনসারিয়া আন আসলামীয়া (রাঃ) রূফাইদা (রাঃ)
৩৮. রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ (সাঃ) রুকাইয়া (রাঃ)
৩৯. রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ) রমলা (রাঃ)
৪০. রুমাইছা বিনতে উমর (রাঃ) রূমাইছা (রাঃ)
৪১. রায়হানা, রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রী রায়হানা (রাঃ)
৪২. রায়তা বিনতে হারেছ (রাঃ) রায়তা (রাঃ)
৪৩. সাবীয়া বিনতে হারেছ (রাঃ) সাবীয়া (রাঃ)
৪৪. সাখবারা বিনতে তামীম (রাঃ) সাখবারা (রাঃ)
৪৫. সুখাইলা বিনতে উবাইদা (রাঃ) সুখাইলা (রাঃ)
৪৬. সায়ীদা বিনতে হারিছ (রাঃ) সায়ীদা (রাঃ)
৪৭. সালামা বিনতে মা’কাল আনসারীয় (রাঃ) সালামা (রাঃ)
৪৮. সামুরা বিনতে কাইস আনসারীয়া সামরা (রাঃ)
৪৯. সালমা  (রাসূলুল্লাহর (সা) খাদেমা সালমা (রাঃ)
৫০. সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের এর মা) সুমাইয়া (রাঃ)
৫১. সানা বিনতে আসমা বিনতে সালত সানা (রাঃ)
৫২. সাহলা বিনতে সাহল (রাঃ) সাহলা (রাঃ)
৫৩. সীরীন (মারিয়া কিবতীয়ার বোন) সীরীন (রাঃ)
৫৪. শিফা বিনতে আবদুল্লাহ (রাঃ) শিফা (রাঃ)
৫৫. শাফা বিনতে আওফ (রাল) শাফা (রাঃ)
৫৬. শারমায়া সা’দিয়া (রাসূলুল্লাহর (সা) দুধ বোন শায়মারা (রাঃ)
৫৭. সাফীয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) সাফীয়া (রাঃ)
৫৮. সুমাইতা লাইছা (রাঃ) সুমাইতা (রাঃ)
৫৯. যুবায়া’ বিনতে হারেছা (রাঃ) যুবায়া (রাঃ)
৬০. আতেকা বিনতে আব্দুল মুত্তালেব (রা) আতেকা (রা)
৬১. আলীয়াহ বিনতে খবইয়ান (রা) আলীয়াহ (রা)
৬২. ইযযা বিনতে আবী সুফিয়ান (রা) ইযযা (রা)
৬৩. উমায়রা বিনতে সাহল আনসারীয়া উমায়রা (রা)
৬৪. ফাখেতা (উম্মেহানী) বিনতে আবী তালেব ফাখেতা (রা)
৬৫. ফাযেলা আনসারীয়া (রাঃ) ফাযেলা (রাঃ)
৬৬. ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) ফারেয়া (রাঃ)
৬৭. ফাতেমা বিনতে মালেক (রা) ফাতেমা (রা)
৬৮. ফাতেমা বিনতে খাত্তাব (রা) ফাতেমা (রা)
৬৯. ফাতিমা বিনতে উমাইস (রাঃ) ফাতিমা (রাঃ)
৭০. আসমা বিনতে উমাইস (রাঃ) আসমা (রা)
৭১. কাবীরা বিনতে সুফিয়ান (রা) কাবীরা (রা)
৭২. লুবাবা বিনতে হারেছ (রাঃ) লুবাবা (রা)
৭৩. লায়লা বিনতে হাকীম (রা) লায়লা (রা)
৭৪. মরিয়ম বিনতে আইয়াস আনসারী মরিয়ম (রা)
৭৫ মালীকা বিনতে উয়াইমার (রাঃ) মালিকা (রা)
৭৬. নাফীসা বিনতে উমাইয়া (রাঃ) নাফীসা (রা)
৭৭. নাওলা বিনতে আসলাম (রাঃ) নাওলা (রা)
৭৮. হুযাইলা বিনতে হারেছ (রাঃ) হুযাইলা (রাঃ)
৭৯. হিন্দ/হিন্দা বিনতে উৎবা (রাঃ) হিন্দা (রাঃ)
আরও মেয়েদের সুন্দর ইসলামিক নামের তালিকা দেখুন…
আমাদের দেওয়া নামের অর্থ গুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে? ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে পড়ার সুযোগ দিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুণ। একটি সুন্দর কার্যকরী সামাজিক ব্লগ প্লাটফর্ম নির্মাণে আপনিও ভূমিকা রাখুন।

1 comment:

  1. blogger_logo_round_35

    Nice post thanks for sharing with us..
    If you have any requirement regarding App development like Android and iOS app development , so just click on link
    Best web development agency in Delhi

    ReplyDelete

পোস্টের নীচে বিজ্ঞাপন

Pages

Contact Form

Name

Email *

Message *