আমার বাঁশখালী.কম, প্রতিবেদক, এম. ছৈয়দুল আলম:
চট্টগ্রাম ১৬ আসন (বাঁশখালী) বিএনপির ঘাঁটি
হিসেবে
এ
আসনটি
একসময়
পরিচিত
থাকলেও
২০১৪
সাল
থেকে
এটি
আওয়ামী
লীগের
দখলে। আগামী
জাতীয়
সংসদ
নির্বাচনে আওয়ামী
লীগ
আসনটি
ধরে
।
দলীয়
মনোনয়ন
পেতে
মরিয়া
হয়ে
উঠেছেন
আওয়ামীলীগের দলের
মনোনয়ন
প্রত্যাশীরা। অনেকেই
বিভিন্ন দিবস
কিংবা
ঈদ
পূজায়
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিজিটাল পোস্টারে সবাইকে
শুভেচ্ছা জানিয়ে
ইতোমধ্যে প্রচারণা শুরু
করেছে। অন্যদিকে পটিয়ায় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা’র জনসভাকে কেন্দ্র করে কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছে বড়
দলের
দলীয়
মনোনয়ন
প্রত্যাশীরা। সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন
এলাকার
দলীয়
নেতাকর্মীসহ সাধারণ
ভোটারদের সাথে।
এ
আসনটির
২০১৪ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর
রহমান চৌধুরী নির্বাচিত
হন তিনি আগামী নির্বাচনেও মনোনয়ন
প্রত্যাশী।
তবে
আগামী জাতীয়
সংসদ
নির্বাচনে এ
আসনটিতে সাবেক
এমপি
সুলতানুল কবির চৌধুরী ছেলে ও জেলা
সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গলিবও মনোনয়ন
চাইবেন
এমন
আলোচনা
বেশ
জোরালোভাবেই শোনা
যাচ্ছে। এ
ছাড়া
জেলা
আওয়ামী
লীগের অর্থ সম্পাদক সিআইপি মুজিবুর
রহমান এবং আওয়ামীলীগ নেতা আব্দুল্লা কবির লিটন ইতোমধ্যে এলাকায় নির্বাচনী প্রচারণা এবং
কেন্দ্রীয় নেতাদের দ্বারে
দ্বারে
জোর
লবিং
চালাচ্ছেন। তারা
চারজনেই মনোনয়ন
প্রত্যাশী।
বাঁশখালীতে আগামী
সংসদ
নির্বাচনে আওয়ামীলীগ দলীয়
একাধিক
প্রার্থীর নাম
বিভিন্নভাবে আলোচনায় আসছে।
বিশেষ
করে
১৯৯১
সালে
আওয়ামীলীগ প্রার্থী সুলতানুল কবির
চৌধুরী
বিজয়
হওয়ার
পর,
বার
বারই
পরাজয়ের গ্লানি
টানটে
হয়েছে
আওয়ামীলীগকে। গত
সংসদ
নির্বাচনে আওয়ামীলীগের টিকিট
পেয়ে
সহজেই
মোস্তাফিজুর রহমান
চৌধুরী
নির্বাচিত হন।
দলীয়
ও স্থানীয় সূত্র জানা যায়, বাঁশখালীতে
আওয়ামীলীগের রাজনীতি গ্রুপ
উপ-গ্রুপ সহ বহুদা
গ্রুপে
বিভক্ত। বিশেষ
করে
বর্তমান এম
পি
মোস্তাফিজুর রহমান
চৌধুরী,
দক্ষিণ
জেলা
আওয়ামীলীগ নেতা
আব্দুল্লাহ কবির
লিটন,
দক্ষিণজেলা আওয়ামীলীগের অর্থ-সম্পাদক মুজিবুর রহমান সিআইপি ছাড়াও
উপগ্রুপে রয়েছে
চট্টগ্রাম আইনজীবী সমিতির
সাবেক
সভাপতি
এড.
মুজিবুল হক,
বাঁশখালী উপজেলা
পরিষদের সাবেক
ভাইস
চেয়ারম্যান মৌলভী
নূর
হোসেন,
বাঁশখালী পৌর
মেয়র
সেলিমুল হক
চৌধুরী,
সাবেক
পৌর
মেয়র
শেখ
ফখরুদ্দিন চৌধুরীও গ্রুপ
রয়েছে।
বাঁশখালী উপজেলা
আওয়ামীলীগের কয়েক জন নেতার আমার বাঁশখালী.কমকে জানিয়েছে
“বাঁশখালীতে এমপি
মোস্তাফিজ ছাড়া
কারও
গ্রুপ
সুবিধা
করতে
পারবেনা। অধিকাংশ নেতাকর্মী এমপি
সাহেবের সাথে
রয়েছে”।
No comments:
Post a Comment