ফখরুলের বক্তব্যের পাল্টা জবাব দিলেন কাদের
আমার বাঁশখালী ডেক্স:
‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে তার বক্তব্য উইথড্র করে ক্ষমা চাইতে হবে’ মির্জা ফখরুলের এমন
বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে
যে অভিযোগ ফখরুল করেছে আদালতে তারা যদি তা প্রমাণ করতে না পারে,তবে তাদের
শাস্তির আওতায় আনা হবে।
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে
আওয়ামী লীগ সভাপতির রাজনীতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা
বলেন। জিয়ার পরিবার দুর্নীতিতে জড়িত প্রমাণিত। সৌদি আরব, কাতারসহ ১২ টি
দেশে অর্থপাচার করেছে। আর্ন্তজাতিক আদালতেও প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী
শেখ হাসিনার যা বলেছে তা সত্য বলেছে। তিনি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলেন
না। আপনারা পারলে তার কথাটি মিথ্যা প্রমাণ করেন। সত্য কথা শুনে বিএনপির এখন
গাত্রদাহ শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, দুর্নীতি করলে বিচারের আওতায়
আনা হবে। ক্ষমা চেয়ে কেউ পার পাবে না। আমাদের নেত্রী যদি কোন ভুল বলে থাকে
তাহলে বিএনপিকে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তথ্য প্রমাণ দেওয়ার পরও
কেন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। যদি কিছু জানার থাকে দূর্নীতি কমিশনে কেন
আসেন না? সেখানে গিয়ে জানোন। আপনাদের দূর্নীতি কোথায় কোথায় রয়েছে।
মন্ত্রী বলেন, সৌদিআরব, কাতারসহ ১২টি দেশে
জিয়া পরিবারের ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। আমেরিকা আদালতে প্রমাণ হয়েছে
প্যারাডাইস পেপার কোম্পানিতে তারেকের ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে তাদের তদন্ত শুরু করেছে। তাদের দূর্নীতি নতুন
করে প্রমান করার কিছু নেই। এসব দুদককে তদন্ত করে বিচারের আওতায় আনার আহবান
জানাচ্ছি।
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আর্ন্তজাতিক
ভাবে ১৭৩ দেশ সৎ ও সততা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি দেখে বিএনপি
মিথ্যাচার শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, সত্য যতই অপ্রিয় বা কঠিন হউক তা
সব সময় সত্য। বিএনপি ঘটনা ক্রমে মুক্তিযুদ্ধা দল। সামনে নির্বাচন। বিএনপির
নেতাকর্মীদের নামে মামলা আছে। আরো মামলা হবে। পাপ কখনো বাপকে ছাড়ে না।
তারা যাই বলুক না কেন সমানে তাদের বড় বিপদ।
এসময় উপস্থিত ছিলেন,দলের যুগ্ম সাধারণ
সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, মহিবুল হাসান চৌধুরী
নওফেল,দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া
প্রমুখ।
সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি




No comments:
Post a Comment