বাগেরহাট -৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য ড.মিয়া আব্বাস উদ্দিন(৬৮) আর নেই। বৃহস্পতিবার সকাল ৭ টায় চিরনিদ্রায় শায়িত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহে অইন্না ইলাহি রাজিউন)। তিনি কানাডার রাজধানী অটোয়ার একটি হাসপতালে দীর্ঘ প্রায় ২ বছর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিল। তিনি পরিবার পরিজন নিয়ে দীর্ঘবছর বসবাস করে আসছেন। পরিবারের সবাই কানাডার নাগরিত্ব লাভ করে সেখানেই বসবাস করছেন। তিনি স্ত্রী,১ পুত্র ও ৩ মেয়ে রেখে গেছেন। তাকে কানাডায়ই দাফন দেয়া হবে তার পারিবারিক সূত্র জানায়।
ড.মিয়া আব্বাস উদ্দিনের উত্থান, ইতিহাস ও জীবন অনেক বনার্ঢ্যময়। মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মিয়া আব্বাস অত্র এলাকায় উন্নয়নে বেশ অবদান রেখে গেছেন। প্রতিষ্ঠা করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোরেলগঞ্জ রওশন আরা মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়, রওশন আরা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ড.মিয়া আব্বাস উদ্দিন টিটি কলেজ,মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন, মানিক মিয়া দাখিল মাদ্রাসা,মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। সংসদ সদস্য থাকাকালীন তিনি মোরেলগঞ্জে উন্নয়নে অনেক অবদান রেখেছেন। সুন্দরবন জেলা বাস্তবায়নের রুপকার ছিলেন তিনি।
তার রাজনৈতিক জীবনও ছিল উত্থান পতন আর নানা প্রতিকূলতায়। তিনি ১৯৮৮ সালে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাাচিত হন। এসময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ও তার দলীয় লোকজনের সাথে সঙ্খতা গড়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্মান সহ এলাকার উন্নয়নের চেষ্টা করেন। তিনি ৯০ দশকের দিকে মোরেলগঞ্জ উপজেলা বিএনপিতে যোগ দেন এবং সভাপতির দায়িত্ব পালন করেন।




No comments:
Post a Comment