আমার বাঁশখালী ডেক্স :
রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। 
তাঁদের
 নাম মো. দিদার(৩১) , আমির আলী (৩৫) ও শিশু আকিব(১০)।  তাঁদের বাড়ি একই 
এলাকায় গতকাল শনিবার দুপুর আড়াই দিকে এই দূর্ঘটনা ঘটে।  এই ঘটনায় স্থানীয় 
বনবিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 
বিকাল ৪ 
টার দিকে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দক্ষিণ রাজা নগর 
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায় উৎসুক মানুষের
 ভিড়।  নিহত দিদারের লাশ খাটিয়া করে স্থানীয় মসজিদের উঠানে রাখা হয়েছে।  
দেহের সাথে মাথা নেই।  মাটির ভিতর থেকে স্কেবেটর দিয়ে লাশ তোলার মাথা দেহকে
 বিচ্ছিন্ন হয়ে যায়।  প্রতিবেশী আকিবের বাড়িতেও চলছে কান্নার রোল।  তাঁর 
ঘরের বারান্দায় খাটিয়ায় লাশ ঘিরে স্বজনরা কাঁদছেন। 
পরে
 হাসপাতাল থেকে আনা হয় আমির আলীর লাশ।  হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু 
হয়।   নিহত আকিব একই এলাকার মো. বাচা মিয়ার ছেলে, শ্রমিক মো. দিদার মৃত 
ফয়েজ আহমেদের পুত্র ও আমির আলী মৃত সদর আলীর পুত্র।  আকিবের বাবা 
জিপ(চাঁদের গাড়ি) চালক।  পাহাড়ে কাটা মাটি বস্তা ভরে জলাশয় ভরাটের জন্য 
নিয়ে যান  তখন।  আকিব তার বাবাকে না পেয়ে মাটি বস্তা ভর্তির জন্য সহযোগিতা 
করছিল দুই শ্রমিককে।  
স্থানীয়রা জানান, দীর্ঘদিন 
ধরে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিজ, তাঁর ছোট ভাই মো. 
দিদারুল আলম, মো. রফিক, মো. হারুন, মো. লোকমান পাহাড় কেটে মাটি বিক্রি করে 
আসছিল।  এসব মাটি ইটভাটা, পুকুর জলাশয় ভরাট করার জন্য বিক্রি করা হয় বলে 
স্থানীয়রা জানান।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 
উপসহকারি মেডিকেল অফিসার নাসির উদ্দিন বলেন, বেলা ৩ টার দিকে আকিব নামে 
একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।  
রাঙ্গুনিয়া
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, পাহাড় কাটতে গিয়ে 
মাটি চাপা পড়ে ৩ জন মারা যান।  অবৈধ পাহাড় কাটার বিষয়ে বনবিভাগ মামলা 
করবে। এসএনএন২৪.কম




No comments:
Post a Comment