আজ থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় খাদ্য বিতরণ শুরু - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, December 17, 2017

আজ থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় খাদ্য বিতরণ শুরু


আমার বাঁশখালী.কম ডেক্স:
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি সাময়িক বন্ধ রাখার পর আগামীকাল সোমবার থেকে আবার চালু হবে। গত সোমবার  থেকে এক সপ্তাহের জন্য এ কর্মসূচি বন্ধ রেখেছিল সরকার।
১৮ ডিসেম্বর থেকে স্বাভাবিক ভাবে ত্রাণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ।
জেলা প্রশাসক জানান, আমরা সাময়িকভাবে ত্রাণ কার্যক্রমটা বন্ধ রেখেছিলাম যাতে ত্রাণের অপচয় না হয়। আর এটা শুধু এনজিওদের জন্য ছিল। আন্তর্জাতিক এনজিও, বিশ্ব খাদ্য কর্মসূচি যথারীতি কাজ করবে। স্থানীয় বিভিন্ন পর্যায় থেকে যে সাহায্য আসছিল সেটাও কাজ করবে। আজ থেকে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যাবে। ১৮ তারিখ থেকে আমরা আবার ত্রাণ কার্যক্রম চালাবো।
খাদ্যসামগ্রীর কোন অভাব হবেনা জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ জানিয়েছেন, প্রচুর খাদ্য সামগ্রী আসছে। বিভিন্ন এনজিওর কাছে প্রচুর খাদ্য আছে।
সূত্র: কারেন্টনিউজ ডটকম ডটবিডি

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন