বাঁশখালীতে দৈনিক ইত্তেফাক এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, December 28, 2017

বাঁশখালীতে দৈনিক ইত্তেফাক এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত

বাঁশখালীতে দৈনিক ইত্তেফাক এর  ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী উপলক্ষে কেক কাটছেন অতিথিবৃন্দ
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:বাঁশখালীতে দৈনিক ইত্তেফাকের ৬৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বেলা ২টা নাগাদ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়
উপজেলা সদরের প্রধান সড়ক শোভাযাত্রা শেষে স্থানীয় ফিজিওথেরাপী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের বাঁশখালী সংবাদদাতা শাহ মুহাম্মদ শফি উল্লাহ। প্রধান অতিথি ছিলেন চলচিত্র প্রযোজক ও শিল্পপতি মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সাবেক পিপি ও সিনিয়র আইনজীবি দীন মনি দে, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. রেজাউল করিম,  দৈনিক কালের কান্ঠের আঞ্চলিক প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, ছাত্রনেতা মাহমুদুল ইসলাম বদি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুল জব্বার, মো. ফারুক, মো, সিরাজ, মো. আব্দুর শুক্কুর, মৌলভী মো. এমরান, আক্তার হোসেন, মো. সুলতান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির ক্লান্তি লগ্নে ইত্তেফাকের ভূমিকা ছিল দেশ প্রেমের অগ্নি সাক্ষী। দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছিল ইত্তেফাক। সেই থেকে আজও কালজয়ী সাক্ষী হয়ে দেশের ইতিহাসও অস্তিত্বকে প্রজন্মে পর প্রজন্ম শিখিয়ে যাচ্ছে মানবতা  ও দেশপ্রেমের গুনগান।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন