জানলো না সে পাশের খবর - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, December 30, 2017

জানলো না সে পাশের খবর



আমার বাঁশখালী ডেক্স:
চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল মুরশিদা। দিয়েছিল সব কয়টি পরীক্ষা। সময়মতো বেরিয়েছে ফলাফল। সে পেয়েছে জিপিএ-৩.৮৩। তবে ফলাফল জানা হল না তার। সড়ক দুর্ঘটনা একসাথে কেড়ে নিয়েছে মুরশিদা ও তার বাবার প্রাণ। গত ২৮ ডিসেম্বর বৃহষ্পতিবার নাটোর শহর বাইপাসের ফুলতলা এলাকায় বাস চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ব্রাক স্কুলের ছাত্রী মুরশিদা খাতুনের।
আর আহত মুরশিদার বাবা নুরুল ইসলাম (৪২) মারা যান রাজশাহী মেড্যিক্যাল কলেজ হাসপাতালে। আহত হয় তার মুর্শিদার ভাই তামিম (৪)। সেদিন মোটর সাইকেলে করে শহরের বাইপাস সড়ক হয়ে তেবাড়িয়া এলাকায় যাচ্ছিলেন মুরশিদারা। পথে কান্দিভিটা ফুলতলা এলাকায় শুভযাত্রা পরিবহন নামে একটি যাত্রবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে মুহূর্তের মধ্যেই নিভে যায় দুটি জীবন প্রদীপ।
শনিবার (৩০ ডিসেম্বর) জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মুরশিদার স্কুল দক্ষিণপুর ব্রাক স্কুলের শিক্ষক নাদিরা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুরশিদার পাশ করার বিষয়টি নিশ্চিত করেন। মুরশিদার চাচা গিয়াস উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুরশিদার পাশের খবরটি জানান। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর শোক এখনও কাটেনি পুরো গ্রামে। এমন সময় মুর্শিদার পরীক্ষার ফলাফল যেন কষ্টের তীব্রতা আরো বাড়িয়ে দিলো পুরো এলাকায়।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন