বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, December 9, 2017

বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

বাঁশখালীতে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
আমার বাঁশখালী, নিজস্ব প্রতিবেদক:
আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ও বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠানমালা মানব বন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মানব বন্ধন উদ্বোধন করেন, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মানব বন্ধনে অংশনেন উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সততা সংঘের ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুশীল সমাজের নাগরিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২য় পর্বে দুর্নীতি বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠান শেষে, উপস্থিত সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থী সহ, বিভিন্ন পেশার নারী পুরুষদেরকে হাত তুলে দুর্নীতিবিরোধী শ্লোগান দেন। এদিকে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও প্রধান সড়কে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে, শ্লোগান সম্বলিত পোষ্টার সাঁটানো হয়েছে- আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা, আসুন দুর্নীতিকে প্রতিহত করি।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন