নিউ মার্কেট এলাকায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, December 9, 2017

নিউ মার্কেট এলাকায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

নিউ মার্কেট এলাকায় বাস চাপায় মাছ ব্যবসায়ী নিহত

আমার বাঁশখালী, শিমুল দেব চট্টগ্রাম প্রতিবেদক: 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের (নিউ মার্কেট এলাকা) সামনে সিটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু নাসের (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় একটি বস্তা নিয়ে রাস্তা পার হওয়ার সময় শহর এলাকার যাত্রীবাহি বাস নাসেরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় বাসের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা গুঁড়ি হয়ে মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করেন। নিহত আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার ছেলে। নগরীর সদরঘাটে তিনি মাছের ব্যবসা করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাথায় মাছের বস্তা নিয়ে সদরঘাটে যাওয়ার দ্রুদগামী যাত্রীবাহী বাসের চাকায় পিস্ট হয়ে মারা যান মাছ ব্যবসায়ী আবু নাসের।তার লাশ মর্গে রাখা হয়েছে।

 

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন