আজ চট্টগ্রাম শিল্পকলায় প্রদর্শিত হবে “কাদামাখা মাইক্রোবাস“ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Sunday, December 10, 2017

আজ চট্টগ্রাম শিল্পকলায় প্রদর্শিত হবে “কাদামাখা মাইক্রোবাস“


আমার বাঁশখালী ডেক্স:
কাদামাখা মাইক্রোবাস। মুক্তিযুদ্ধের সময় যখন সামরিক বাহিনীর গাড়ি ছাড়া কোন গাড়ি চলতো না রাজপথে, তখন কাঁদামাখা মাইক্রোবাসটি দাপড়িয়ে বেড়াতো। আলবদর বাহিনী এই গাড়ীতে তুলে নিয়ে যেত বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বুদ্ধিজীবীদের।
এ গাড়ির যাত্রীদের অনেকেরই ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে ঢাকার রায়ের বাজার বধ্যভূমিতে। কারও আবার খোঁজই মেলেনি আজও, অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।
এমনই কয়েকজন বুদ্ধিজীবীদের হত্যার সত্য কাহিনী নিয়ে রচিত নাটক “কাদামাখা মাইক্রোবাস”
নাটকটি রচনা করছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। নির্দেশনা দিয়েছেন সাহিদ এমরান শিসু।
থিয়েটার-জয় বাংলা, চট্টগ্রাম ও ঢাকার রায়ের বাজার বধ্যভূমি, টিএসসি, গণজাগরণ মঞ্চ সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নাটকটি পরিবেশন করেছে।
আজ আগামী ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম, আর্ট গ্যালারী ভবনে
নাটকটি প্রদর্শিত হতে যাচ্ছে।
নাটকের নির্দেশক সাহিদ এমরান শিসু পাঠক ডট নিউজকে জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর এ নাটকটি এর আগে ঢাকা চট্টগ্রামে প্রদর্শিত হয়ে ২৩ বার আজ এটির ২৪ তম শো প্রদর্শিত হবে।
আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যা দিবসে ঢাকায় নাটকের ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী হত্যার সত্য কাহিনী নিয়ে রচিত এই নাটক দেখার জন্য সকলে আমন্ত্রন জানিয়েছেন নাটকের রচিয়তা নাট্যজন প্রদীপ দেওয়ানজী।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন