আমার বাঁশখালী.কম: ডেক্স:
নবগঠিত রাজনৈতিক জোট ‘যুক্তফ্রন্ট’-এ শরিক হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে
তুলতে দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসহ মুক্তিযুদ্ধের চেতনার
পক্ষের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়
সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। মহান বিজয় দিবস ও শহীদ
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি
আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রব বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও দেশে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন ও
ন্যায়বিচার নিশ্চিত হয়নি। সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। তারা
প্রায় সকল ক্ষেত্রে ন্যায্য অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। অধস্তন
আদালতের চাকরি শৃঙ্খলাবিধি শাসনবিভাগের অধীনে ন্যস্ত করে ন্যায়বিচারের সকল
সম্ভাবনাই তিরোহিত করা হয়েছে। এসব কিছুই মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি ও রাষ্ট্র-ব্যবস্থাপনার আমূল
সংস্কার প্রয়োজন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তফ্রন্টের
সদস্য সচিব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা’র
মহাসচিব মেজর (অব.) প্রমুখ।




No comments:
Post a Comment