|  | 
| 
লেখক: রুদ্র সুশান্ত | 
আমায় কি দেখতে বোকার মতো লাগে?
লেখক: রুদ্র সুশান্ত
ফার্মগেটের
 মোড়ে আমি আর সজীব গল্প করছি, এমনি দেখা হলে যেসব কথাবার্তা বলি। সজীবের 
একটা বায়না ছিল, তার সাথে দেখা হলে সে বলতে- আমায় গল্প শুনাতে হবে। গল্প বা
 কৌতুক না করার জন্য যত্তো প্রকারের অজুহাত বের করা যেতো আমি সব প্রকারের 
চেষ্টা করতাম।
সে তো নাছোড়বান্দ।
অবশেষে বলল- চল্, তোরে নাস্তা করাবো।
তাও বলতে হবে। তুই তো লেখালেখি করিস।
আমি
 বললাম-চল। আনন্দ সিনেমাহলের পাশ দিয়ে পান্থ পথের রাস্তা ধরলাম। এখানে হলো 
ঢাকার কোচিং সেন্টারের আঁকড়া। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রায় সবকটার 
শাখা এখানে আছে।
সজীব, শুন তাহলে- তোরে আজ একটা কৌতুক
 বলি, শুনে মজা পাবি আর মজা না পেলে আমার করার কিছু নেই, পরে আর বলতে পারবো
 না। এইটাই শুরু এইটাই শেষ।
সজীব আগ্রহ নিয়ে বলল-- বল, বল, বল।
.
একটা
 বালিকা উচ্চ বিদ্যালয় ছিল বাজারের পাশে। সে বাজারে এক বুড়ো পাখি পোষত আর 
পাখি বিক্রি করত। ঐ বুড়োর দোকানের সামনে দিয়ে এক বালিকা প্রতিদিন স্কুলে 
যেত। একদিন বালিকা ঐ দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা শালিক পাখি বলল-- 
এই যে বালিকা আপনি খুব বোকা।
বালিকা শুনেও খেয়াল করলো
 না, কাকে না কাকে বলল। পরের দিন স্কুলে যাবার সময় শালিক পাখিটি আবার বললো-
 বালিকা শুনুন, আপনি খুব বোকা। একদিন, দুইদিন, তিনদিন... এই কথা শুনে 
বালিকা খুব রাগ করলেন।
.
গল্প 
করতে করতে দেখি দু'জন তরুণী আমাদের সামনে সামনে হাঁটছে। হুট করে চোখ পড়ল 
তাদের দিকে। তারাও হয়ত আমার কথা শুনছে। খেয়াল করে দেখলাম তারা চুপচাপ 
হাঁটছে। আমাদের প্রায় ৮/১০ কদম আগে। তারা কোচিং ফেরত, এদিকে প্রায় সন্ধে 
হয়ে গেছে। পরের দিন স্কুল ছাত্রী বালিকা বুড়ো দোকানিকে বলে দিল -- আপনার 
দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা পাখি এই এই ধরণের কথা বলে। বুড়ো বুঝতেই
 পারলো কোন পাখি এ কথা বল, বুড়ো দোকানি ঐ শালিক পাকিটারে নিষেধ করে দিল। 
পরের দিন বালিকা আবার স্কুলে যাচ্ছে। ঐ দোকানের সামনে যেতেই শালিক পাখি 
ডেকে বলল-- এই যে বালিকা শুনুন।
এ কথা শুনে বালিকা দাঁড়াল আর ঘাড় ঘুরায়ে বলল- কি? তুমি কি বলতে চাও?
শালিক পাখিটি বললো- ঐ যে, বুঝতেই তো পারছেন। আমি কিছু বলবো না।
কৌতুকটা
 শুনে সজীব জোরে হেসে দিল। সামনের তরুণী দু'জন ঘুরে দাঁড়াল, আমাদের দিকে 
ফিরল। ওরা কি যেন বলতে চাইল। একজন তরুণী বলল-- আচ্ছা ভাইয়া, আমাকে কি দেখতে
 বোকার মতো লাগে?
 

 
 

 
 
 
 
 
 
 
 


No comments:
Post a Comment