বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মাঠে ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন |
আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মাঠে ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠান মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ।
দেলোয়ার হোসেন ও প্রেমানন্দ চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, মেলা পরিষদের প্রধান সমন্বয়ক ও বাঁশখালী উপজেলা আ.লীগের সহ–সভাপতি মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান আনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুর রহমান সিকদার, চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাসেম মানিক, রামদাশ মুন্সির হাট পুলিশ বিটের ইনচার্জ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা কবির আহমদ মেম্বার, ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদ, দাউদ মানিক প্রমুখ। সংগীত পরিবেশন করেন সুকুমার মল্লিক, পঞ্চানন দে ও প্রণব সিকদার।
No comments:
Post a Comment