আমার বাঁশখালী.কম:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের 
রাজধানী ঘোষণার প্রতিবাদে পীর সাহেব চরমোইনর নির্দেশে ইসলামী আন্দোলন 
বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
শুক্রবার জুমার নামাজের পর পটিয়া শান্তিরহাট চত্ত্বরে অনুষ্ঠিত হয়। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ 
জেলার সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে 
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা জান্নাতুল ইসলাম।
বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল মা আরিফ 
মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, জিরি 
মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইসমাইল নজীব, দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের 
সহ-সভাপতি মাওলানা হারুন, জেলা সেক্রেটারী হুমায়ুন কবির, বামুকের জেলা সদর 
সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, সেক্রেটারী মাওলানা হাফেজ জাহিদুল হক, 
নগর জয়েন্ট সেক্রেটারী ডা. রেজাউল করিম, জেলা জয়েন্ট সেক্রেটারী মিজানুর 
রহমান বাদশা, জেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কালাম, সহকারী অর্থ 
সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা জসিম 
উদ্দীন, সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, জেলা ইসলামী আন্দোলনের 
দপ্তর সম্পাদক মাওলানা আরিফ আল কাসেম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক বোরহান 
উদ্দীন, জেলা প্রচার সম্পাদক বখতেয়ার উদ্দীন, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি
 আবদুল আজিজ, ছাত্র আন্দোলন সভাপতি আবদুল্লাহ মেশকাত, ইসলামী আন্দোলনের 
বোয়ালখালী উপজেলা সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন নেতা 
মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মামুনুর রশিদ, এরশাদুল হক, জুনাইদ 
মাহমুদ, মাসুম জামশেদ প্রমুখ। সমাবেশ পুর্ব এক বিক্ষোভ মিছিল 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট থেকে বেল্লাপাড়া পর্যন্ত 
প্রদক্ষিণ শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 
সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা আমেরিকার 
প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধাণী ঘোষণা 
অবিলম্বে প্রত্যাহারের করে মুসলমানদের সম্পদ জেরুজালেমকে ফিলিস্থিনির 
রাজধানী ঘোষণার দাবীও জানানো হয়।
প্রেস 
বিজ্ঞপ্তি:
 

 
 

 
 
 
 
 
 
 
 


No comments:
Post a Comment