পিআইবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
|
আমার বাঁশখালী.কম ডেক্স:
বাংলাদেশ
প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) চলছে সাংবাদিকদের জন্য তিনদিনের বুনিয়াদি
প্রশিক্ষণ কার্যক্রম। মূলত পিআইবির ওয়েবসাইটের মাধ্যমে যারা বুনিয়াদি
প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে বাছাই করে ৩৫ জনকে
এই কোর্সের জন্য নির্বাচিত করা হয়েছে।
রবিবার সকালে এই বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ার বেগম।
প্রশিক্ষণ
কোর্সের প্রথম দিন দুটি সেশনের আয়োজন করা হয়। প্রথম সেশনের সংবাদের
সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদন, সংবাদ মূল্য, সংবাদ চেতনা এবং সংবাদ সূচনা লেখার
কৌশল নিয়ে আলোচনা করেন একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক ইশতিয়াক
রেজা।
দ্বিতীয়
সেশনটি পরিচালনা করেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ।
তিনি তার পেজেন্টেশনের মাধ্যমে সংবাদ কাঠামোর ধারণা দেন। এসব কাঠামোর
প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও তিনি সংবাদ সংগ্রহের কৌশল এবং সংবাদের
উৎস, সোর্সের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে সংবাদ সংগ্রহ করতে হবে সে
সম্পর্কে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করেন। কোর্সটির সমন্বয়ক
হিসেবে আছেন পিআইবির সহকারি প্রশিক্ষক নাসমূল আহসান।
১৯ ডিসেম্বর তিনদিনের এই বুনিয়াদি কোর্সে অংশ নেয়া গণমাধ্যমকর্মীদের মাঝে সনদ তুলে দেবেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।
No comments:
Post a Comment