আমার বাঁশখালী: শিমুল দেব চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন
শেরশাহ এলাকা হতে ইয়াবাসহ এক শ্রমিকলীগ নেতার মেয়েকে আটক করেছে পুলিশ। আটক
সেলিনা আলম শেলি (২৭) বয়োজিদ গার্মেন্টস শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ হোসেনের
মেয়ে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ
থানাধীন শেরশাহস্থ মাজার পাড়া এলাকা হতে দুই হাজার পিস ইয়াবাসহ সেলিনাকে
আটক করে বায়োজিদ থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক সেলিনা কক্সবাজার
জেলার সদর থানাধীন বইল্লাপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের কন্যা। আটক সেলিনার
বাবা মোহাম্মদ হোসেন বায়েজিদে গার্মেন্টস শ্রমিকলীগ নেতা ও সি বি এ নেতা
হিসেবে পরিচিত।
আটকের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
বায়েজিদ থানার এস আই নাসিম পাঠক ডট নিউজকে
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিনাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা
কাপড়ের তৈরী ব্যাগ হতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক
মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এসময় সেলিনা পুলিশকে উদ্দেশ্য করে বলে তার পিতা মোহাম্মদ হোসেন একজন শ্রমিকলীগ নেতা। পুলিশ তার কেউ কিছু করতে পারবে না।





No comments:
Post a Comment