বিদেশি গণমাধ্যমগুলোর কাছে যা বলল বিএনপি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, February 9, 2018

বিদেশি গণমাধ্যমগুলোর কাছে যা বলল বিএনপি


আমার বাঁশখালী ডেক্স: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে বিদেশি গণমাধ্যমকর্মীদের কাছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৮ ফেব্রুয়ারী) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি গণমাধ্যমগুলোকে ব্রিফ করতে গিয়ে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফ শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি গণমাধ্যমকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, তাকে কারাগারে পাঠানোসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিত অবহিত করতে বিশেষভাবে এ আয়োজন করা হয়েছে। দেশীয় গণমাধ্যমের কর্মীরা এতে অংশ নিতে পারবেন না।
ব্রিফিংয়ে অংশ নিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র সিনিয়র রিপোর্টার কাদির কল্লোল, ফরাসি বার্তা সংস্থা এএফপি’র ব্যুরো চিফ শফিকুল আলম, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের ব্যুরো চিফ হারুন উর রশীদ, মার্কিন বার্তা সংস্থা এপি’র ব্যুরো প্রধান জুলহাস আলম, ভারতীয় গণমাধ্যম জি মিডিয়ার ব্যুরো চিফ রাজীব খানসহ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা ও পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিনিধিরা।
ব্রিফিং শেষে বিদেশি গণমাধ্যমকর্মীরা জানান, ব্রিফিংয়ে বিদেশি গণমাধ্যমকর্মীদের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আইনি ও রাজনৈতিক দিকগুলো অবহিত করেছেন বিএনপি নেতারা। এসময় রায়কে ঘিরে সারাদেশে আটক হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন