আমার বাঁশখালী ডেক্স:
চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচন
চলছে। আজ রবিবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া নির্বাচনে ভোট গ্রহন চলবে বিকাল
৪টা পর্যন্ত। নানা নাটকীয়তার পর অবশেষে ভোট যুদ্ধে নেমেছেন ৫৬ আইনজীবী।
সাধারন সদস্যদের ভোটে এ ৫৬ জনের মধ্যে
থেকেই নির্বাচিত হবে আগামী এক বছরের জন্য নেতৃত্ব । নির্বাচনে চারটি
প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৬ জন আইনজীবি । ১৯ টি পদে ৩ হাজার ৭ শ
১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চারটি
প্যানেল হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত
সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, দল নিরপেক্ষ সমমনা আইনজীবী সংসদ
এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল আইনজীবীদের সংগঠন গণতান্ত্রিক
আইনজীবী সমিতি।
আগের চেয়ে বেশি প্যানেল এবং প্রার্থী বেশী
হওয়ায় এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে সাধারণ আইনজীবীদের
কাছ থেকে। নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদ ১৯টি পদের সবকটিতে প্রার্থী
দিয়েছে। গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রথমবার প্যানেল ঘোষণা করে সভাপতি
সাধারণ সম্পাদকসহ ৬টি পদে প্রার্থী দিয়েছে। সমমনা আইনজীবী সংসদ সম্পাদকীয়
পদের সবকটিসহ একটি নির্বাহী সদস্য পদে প্রার্থী দিয়েছে।
প্রতিদ্বন্দ্বি ৫৬ প্রার্থীর মধ্যে সভাপতি
পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে ৩
জন করে, সহ সাধারণ সম্পাদক. ক্রীড়া সাংস্কৃতিক ও অর্থ সম্পাদক পদে ৪ জন
করে, পাঠাগার সম্পাদক ও
তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন।
তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ৩ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন সমন্বয়ের শেখ
ইফতেখার সাইমুল চৌধুরী, সমমনার চন্দন দাশ ও ঐক্য পরিষদের এএসএম বদরুল
আনোয়ার এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কামাল সাত্তার চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে উত্তম কুমার দত্ত (সমন্বয়), মোহাম্মদ নাজিম উদ্দিন
চৌধুরী (ঐক্যে), নুরুল ইসলাম (সমমনা), জহীর উদ্দীন মাহমুদ (গণতান্ত্রিক),
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ এবং
বিএনপিপন্থী আবদুল মুকিম প্রতিদ্বন্দ্বিতা করছে
No comments:
Post a Comment