ভালবাসা প্রতিদিন, তবু বর্ণিল ১৪ ফেব্রুয়ারি ভালোবাস দিবস - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Tuesday, February 13, 2018

ভালবাসা প্রতিদিন, তবু বর্ণিল ১৪ ফেব্রুয়ারি ভালোবাস দিবস


প্রতিটি দিনই ভালোবাসার। তবুও কিছু সময় আর মুহূর্তকে আপন রঙে রাঙিয়ে দিতেই চাই আমরা সকলে। তারই বহিঃপ্রকাশ এই ভালোবাসার আয়োজন। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আরো একটি বসন্ত এসে যোগ হলো যুগল জীবনে। প্রকৃতির পালাবদলে আজ এসেছে বসন্ত, সেই ফাগুনের রঙে, ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠবে। মনের যতো বাসনা, যতো অব্যক্ত কথার ডালপালা মেলে ছড়িয়ে পড়বে বসন্তের মধুর হাওয়ায়। কপোত-কপোতী পরস্পরকে নিবেদন করবে মনের যতো কথা, জানাবে ভালোবাসা। কারো কারো চুপ কথাগুলো হয়ে যাবে রূপকথা। সারাজীবন মনে রাখার মতো গল্প।
ভ্যালেনটাইনস ডে : আগামীকাল বুধবার বিশ্ব ভালোবাসা দিবস ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’। তবে শুধু তরুণ-তরুণী নয়, সব বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন কাল। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসীর দিনও এটি।
মুঠোফোনের মেসেজ, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে ছোট ছোট কথায় তৈরি হবে এই ভবিষ্যতের সেঁতু।
ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়।
২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান স¤্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদ- দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইউর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদ-ে দ-িত সেন্ট ভ্যালেনটাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। তবে ভিন্ন মত অনুযায়ী সেন্ট ভ্যালেনটাইন একজনকে ভালোবেসেছিলেন। চিঠিটি লিখেছিলেন তার কাছেই। ভ্যালেনটাইনস ডে সর্বজনীন হয়ে ওঠে আরও পরে প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে। দিনটি বিশেষভাবে গুরুত্ব পাওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ। সেন্ট ভ্যালেনটাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি পালন করত ‘জুনো’ উৎসব। রোমান পুরানের বিয়ে ও সন্তানের দেবি জুনোর নামানুসারে এর নামকরণ। এ দিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তাদের নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মাবলম্বীতে পরিণত হয় তখন ‘জুনো’ উৎসব আর সেন্ট ভ্যালেনটাইনের আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেনটাইনস ডে’ হিসেবে উদযাপন শুরু হয়। কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
দিনটিকে ঘিরে নানা আয়োজন করেছে নগরীর হোটেলগুলো।
হোটেল রেডিসন ব্লু : আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে রেডিসন ব্লু চট্টগ্রাম মোহনা হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গান গাইবেন বাংলাদেশের খ্যাতিমান ব্যান্ড সঙ্গীত দল সোলস ও গায়িকা এলিটা। সাথে রাত ৮-১১টা পর্যন্ত আকর্ষণীয় ও সুস্বাদু বুফে ডিনারসহ লাইভ কনসার্ট উপভোগের বিশেষ সুযোগ। আর অনুষ্ঠান উপভোগের সাথে সেরা তিন সৌভাগ্যবান গল্পকারের রচিত গল্পের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি রেডিসন ব্লু চট্টগ্রাম-এর পক্ষ থেকে পাবে দেশের বাইরে ভ্রমণের বিমান টিকেট, কক্সবাজার ও ঢাকার বিলাসবহুল পাঁচতারকা হোটেলে রাত্রিযাপনের সুবর্ণ সুযোগ। এই পুরো আয়োজনটি টাইটেল স্পন্সর করেছে এড়ষফবহ ওংঢ়ধঃ খরসরঃবফ, কো-স্পন্সর চড়ষধৎ ও গবধফড়ি গরষশ, টঝ-ইধহমষধ অরৎষরহবংং, ইভেন্ট প্লেনার ঠরড়ষবঃ.ওহপ, মেকোভার করেছে অষষঁৎব ইবধঁঃু চধৎষড়ঁৎ । ভালবাসা উৎসবমুখর পরিবেশে প্রায় প্রতিটি রেস্টুরেন্টে রয়েছে নানারকম আকর্ষণীয় আয়োজন যা পরিবারসহ দম্পতিরা উপভোগ করতে পারেন। বিস্তারিত জানতে +৮৮০১৭৭৭৭০১১১৮, +৮৮০১৭৭৭৭০১১২৩।
হোটেল সেন্টমার্টিনে ১৪ দিনের ভালবাসা ফেস্টিভ্যাল : ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে নগরীর আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন লিমিটেডে অতিথিদের জন্য ১৪ দিনের ‘ভালবাসা ফেস্টিভ্যালের’ আয়োজন করা হয়েছে। এটি চলবে আগামী ১৪ তারিখ থেকে ২৮ফেব্রুয়ারি পর্যন্ত। অফার চলাকালীন সময়ে দুই জনের প্যাকেজে সকালের বুফে নাস্তা ও রাতের ডিনারসহ বিশেষ মূল্যে প্রতিদিন ৪ হাজার ৪৯৯ টাকায় এক্সিকিউটিভ রুম ও ৫ হাজার ৩৯৯ টাকায় সুপার ডিলাক্স রুম পাওয়া যাবে। অতিথিদের বরণ করে নেওয়ার জন্য থাকছে ‘ওয়েলকাম ড্রিংকস্’। দৈনন্দিন আরো থাকছে, ফ্রি ইন্টারনেট ব্যবস্থা, ফিটনেস সেন্টার ব্যবহার, দুইটি করে এক লিটার পানির বোতল ও একটি পত্রিকা। এই প্যাকেজটি পরিবারের সদস্যদের নিয়েও উপভোগ করা যাবে। বুকিং বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ হোটেলের হটলাইনে ০১৭৬৬১১১৬৬৬, ০১৭৬৬১১১৭৭৭ অথবা ইমেইল করতে পারেন এই ৎবংবৎাধঃরড়হ@যড়ঃবষংধরহঃসধৎঃরহ.পড়স.নফ কিংবা ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন
হোটেল পেনিনসুলা : ভালোবাসা দিবস উপলক্ষে রাত ৮টা থেকে নানা আয়োজনে মুখর থাকবে হোটেল পেনিনসুলা। ‘এনজয় ভ্যালেন্টাইনস ডে’ শিরোনামের এ আয়োজনে থাকবে ডিজে, ডিনার পার্টি আর সরাসরি গান শোনার সুযোগ। পেনিনসুলায় গান গাইবেন জনপ্রিয় শিল্পী আনিকা। এছাড়া হোটেলে লেগুনাতেও রয়েছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। সেখানে ২০ শতাংশ ছাড়ে ডিনার উপেভোগের সুযোগ পাবেন আগ্রহীরা। আরো বিস্তারিত জানা যাবে ০১৭৫৫৫৫৪৫৮২ নম্বরে ফোন করে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন