- আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, February 21, 2018


আমার বাঁশখালী ডেক্স:
পারলেন না মির্জা ফখরুল – বেগম খালেদা জিয়াকে ছাড়া শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে এই সরকার দেশনেত্রীকে কারাগারে রেখেছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া এই মহান দিবস পালন করছি। এ সময় নিজেকে আর ধরে রাখতে পাররেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত কষ্ট জড়িয়ে ধরায় মাটিতে বসে পরেন তিনি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে এসে তিনি দুঃখ প্রকাশ করেন। গেলো ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল ও দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তবে আজকে এমন এক সময় এ দিবস আমাদেরকে পালন করতে হচ্ছে, যখন বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সমস্ত রীতিনীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মানুষের অধিকার কেরে নেওয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেয়া হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
ফখরুল আরও বলেন, এই দিনে (২১ ফেব্রুয়ারি) শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। সমগ্র জাতি গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। ১৯৫২ সালের ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল।
তিনি আরও বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। তাই আজকে এ দিনে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি চিরকাল গণতন্ত্রের সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিনযাপন করতে হচ্ছে।
তিনি বলেন, বিএনপি একুশের চেতনায় বিশ্বাসী বলেই আজকের দিনটি পালন করছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য প্রক্রিয়া চলবে। গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি আন্দোলনে যাবে।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানান।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল শনিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী শনিবার ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিল করবেন বিএনপির নেতাকর্মীরা।
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলন এ কমসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল তারা। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার মামলায় বিচারক বিচারিক প্রতারণা করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দিয়েছেন সেখানে বিচারকের নিরপেক্ষতা সম্পর্কে তাদের পূর্বের বক্তব্যগুলিরই সত্যতা সুপ্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আদালতে যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিচারক বিকৃত করে তার রায়ে উদ্ধৃত করেছেন। তিনি বলেছিলেন, ‘ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এগুলি কী ক্ষমতার অপব্যবহার নয় ? ক্ষমতার অপব্যবহার আমি করেছি ?’
কিন্তু দুর্ভাগ্যের বিষয়- বিচারক মহোদয় খালেদা জিয়ার বক্তব্যকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন কেবলমাত্র সরকার প্রধানকে সন্তুষ্ট করার জন্য। নিজের চাকরির পদোন্নতির জন্যই তিনি তার বক্তব্যকে বিকৃত করে রায় লিখেছেন বলে জনগণ মনে করে। ন্যায় বিচারকে পদদলিত করে বিচারক ড. আক্তারুজ্জামান যে কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তিনি ইতিহাসে কলঙ্কিত ব্যক্তি হয়ে থাকবেন।
রিজভী বলেন, পক্ষপাতদুষ্ট এই বিচারকরা সরকারের অনুগ্রহভাজন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকায় এই ভোটারবিহীন সরকার গণতন্ত্রকে ধুলোয় লুটিয়ে দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, হিংসা ও গুম-খুনে আগ্রহী হয়ে উঠেছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাবন্দী করেও ষড়যন্ত্রকারিদের প্রতিহিংসার চরিতার্থ করার তৃষ্ণা মিটছে না, তাই দেশীয় গণবিরোধী সরকারের বিদেশি দোসররাও উঠেপড়ে লেগেছে সার্বিক চক্রান্ত জাল বুনতে। এজন্য এখন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা তাদের মাস্টার প্লানের অংশ। এর অংশ হিসেবে ‘তারেকের স্ত্রী, কন্যা, ব্রিটিশ নাগরিকত্বের আবেদন চেয়ে দরখাস্ত’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদটি একেবারেই হীন উদ্দেশ্যে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক আবদুস সালাম, সহ প্রচার আসাদুল করিম শাহীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন