আমার বাঁশখালী ডেক্স:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সাজা ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে
নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার গৃহপরিচারিকা
হিসেবে তাঁর সঙ্গে থাকছেন ফাতেমা বেগম (৩৫)।
খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে তাকে দেখাশোনার জন্য
ফাতেমাকে রাখার নির্দেশ দেন। এর পর থেকেই আলোচনায় আসেন ফাতেমা।
জানা যায়, মামলার রায় ঘোষনার আগেই গৃহকর্মী ফাতেমা বেগমকেও কিছুদিনের
জন্য পারিবারিক জীবন থেকে দূরে থাকার মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ
দিয়েছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
গত ৮ ফেব্রুয়ারি গুলশানের বাসা থেকে ফাতেমাকে নিয়ে একই গাড়িতে করে
আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। রায় পড়ার সময়ও তাঁর সঙ্গেই ছিলেন ফাতেমা।
আদালতের রায় পড়া শেষ হলে বিচারকরা কক্ষ ত্যাগ করেন।
এরপর খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে, পরিচর্যার জন্য ফাতেমাকে
তাঁর সঙ্গে কারাগারে রাখার আবেদন জানান আইনজীবীরা। আবেদনে স্বীকৃতি দিয়ে এ
বিষয়ে একটি আবেদনপত্র দেওয়ার জন্য আইনজীবীদের নির্দেশ দেন বিচারক। আদালতের
স্বীকৃতি পেলে, ফাতেমাকে নিয়ে নাজিমউদ্দিন রোডের কারাগারের দিকে রওনা দেন
খালেদা জিয়া।
জানা গেছে, ফাতেমা তাঁর বাবা-মা ও একমাত্র ছেলেকে নিয়ে শাহজাহানপুর
এলাকাতেই থাকেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসনের
গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন ফাতেমা। বিএনপির চেয়ারপারসন তাঁর দৈনন্দিন
কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার ওপর নির্ভরশীল।
২০১৫ সালে জানুয়ারি থেকে ৯২ দিন গুলশানে দলীয় কার্যালয়ে অবস্থানের সময়
খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। দেশের ভেতর তো বটেই, দেশের
বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি।
এছাড়াও, খালেদা জিয়ার প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা,
চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করে
থাকেন। এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার
জন্য আবেদন করেছেন।
তাঁর পরিবারের ব্যাপারে বিএনপির সাবেক দুজন সংসদ সদস্য ও কেন্দ্রীয়
নেতারা সব খবর রাখেন। মূলত তাঁরাই ফাতেমাকে খালেদা জিয়ার বাড়িতে
গৃহপরিচারিকার কাজে পাঠান।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয়ে থেকে খালেদা জিয়াকে বের
হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো
ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান।
No comments:
Post a Comment