আমার বাঁশখালী ডেক্স:
চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
মাঠে আগামী বুধবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর জনসভায় তিন লাখের বেশি
মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং এটি হবে দক্ষিণ চট্টগ্রামের
স্মরণকালের সব চেয়ে বেশী জনসমাগম হবে বলে মন্তব্য করেছেন তারা।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ নেতারা। এতে লিখিত
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি সম্পন্ন
হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে প্রয়োজনীয় নির্দেশ ও
পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ জেলার সব সংসদ সদস্য, মন্ত্রী সার্বিক
সহযোগিতা করছেন। নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্রীয়
নেতারা একাধিকবার জনসভার মাঠ পরিদর্শন ও মনিটরিং করেছেন। আটটি সাংগঠনিক
উপজেলা কমিটি মাইকিং, পোস্টার ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে প্রচারণা
চালাচ্ছে।
তিনি জানান, মাঠের বাইরে কয়েক কিলোমিটার
পর্যন্ত সড়কে মাইক লাগানো হবে। দূরপাল্লার যানবাহন গাছবাড়িয়া-বরকল-আনোয়ারা
সড়ক দিয়ে যাতায়াত করবে। শুধু জনসভার গাড়িগুলো পটিয়ায় আসবে। পটিয়ার দক্ষিণ
দিক থেকে আসা সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বান্দরবান ও
রাঙামাটির গাড়িগুলো চক্রশালায় নেতা-কর্মীদের নামিয়ে দিয়ে বামে নতুন বাইপাসে
ঢুকবে। আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী, চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলার
গাড়িগুলো নেতা-কর্মীদের ইন্দ্রপোলের আগে নামিয়ে ডান পাশের সড়কে অপেক্ষা
থাকবে।
তিনি বলেন, কর্ণফুলী নদীতে কালুরঘাট রেল ও
সড়ক সেতু নির্মাণের সরকারি সিদ্ধান্ত, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বন্দর
সম্প্রসারণ, দক্ষিণ চট্টগ্রামে একটি বিভাগীয় মানের স্টেডিয়াম নির্মাণ,
দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার আরাকান সড়ক চার লেন করার সরকারি ঘোষণা
দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা থাকবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
জাবেদ বলেন, “মানুষ যাতে কষ্ট না পায় সেটা আমাদের মাথায় আছে। কক্সবাজার
থেকে নগরীমুখী যানবাহন আনোয়ার-বাঁশখালী সড়ক দিয়ে আসবে।”
যে মাঠে জনসভা অনুষ্ঠিত হবে সেটি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের মূল সড়কের লাগোয়া। চট্টগ্রাম
থেকে পটিয়া হয়ে চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান ও কক্সবাজার জেলায় চলাচলের
এটিই মূল সড়ক।
সম্প্রতি পটিয়া সদর থেকে কক্সাবাজারমুখী একটি বাইপাস নির্মাণের কাজ শুরু হয়েছে; সেখানে মাটি ভরাট চলছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী
লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য
শামসুল হক চৌধুরী, ওয়াসিকা আয়শা খান, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা
পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মফিজুর রহমান প্রমুখ।
No comments:
Post a Comment