আমার বাঁশখালী ডেক্স:
সিরিয়ার আফরিনে এক গণকবরের সন্ধান
পেয়েছে তুর্কী বাহিনী। শুধু তাই নয়, ওই গণকবর থেকে ৫৯ ফ্রি সিরিয়ান আর্মি
সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুর্কী সংবাদ সংস্থা আনাদুলো
নিউজ এজিন্সি।
কুর্দী যোদ্ধারা বিদ্রোহী গোষ্ঠী ফ্রি
সিরিয়ান আর্মি সদস্যদের গুলি করে হত্যার পর ওই গণকবরে মাটিচাপা দিয়েছিল বলে
জানিয়েছে তুর্কী সেনাবাহিনী। আফরিনের কুচুক ময়দান গ্রাম থেকে ওই দেহগুলো
উদ্ধার করে সেনাবাহিনী।
আফরিন থেকে কুর্দী যোদ্ধাদের হঠিয়ে দেওয়ার
পর সেখানে আটক যোদ্ধাদের কাছ থেকে তথ্য পেয়ে তুর্কী বাহিনী এই গণকবর
আবিষ্কার করেন। ওই মরদেহগুলো উদ্ধারের পর তাদের আজাজ জেলায় কবর দেওয়া
হয়েছে। তুর্কী সেনাবাহিনী জানায়, আয়ান দাখনা গ্রামে ফ্রি সিরিয়ান আর্মির
কমপক্ষে ৮০ সদস্যকে গুলি করে হত্যা করে কুর্দী যোদ্ধারা।
সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
No comments:
Post a Comment