চট্টগ্রাম নয়, পটিয়াতেই প্রধানমন্ত্রীর জনসভা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, March 10, 2018

চট্টগ্রাম নয়, পটিয়াতেই প্রধানমন্ত্রীর জনসভা


আমার বাঁশখালী ডেক্স:
শুরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ মার্চের জনসভা চট্রগ্রামে করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠ খালি না থাকায় চট্রগ্রামের বদলে পটিয়ায় জনসভার আয়োজন করা হচ্ছে বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। 
শনিবার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হলে ২১ মার্চের জনসভা উপলক্ষে আয়োজিত দলের যৌথ বর্ধিত সভায় একথা বলেন তিনি।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় কাজে প্রচণ্ড ব্যস্ত থাকায় উনার পক্ষে বেশি সময় দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবেই একটি জায়গায় একবারের বেশি দুবার যাওয়া খুব কঠিন। এসব বিবেচনায় সভার জায়গা সেভাবে নির্ধারণ করা হয়। এবারও মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল চট্টগ্রাম শহরের মধ্যেই জনসভাটা করার।
পটিয়া সরকারি কলেজ মাঠে ২১ মার্চের ওই জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জনসভায় নারীদের উপস্থিতি বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মহানগরে মাঠ নেই এই কথা সঠিক নয়। কেননা বর্তমানে পটিয়ায় জনসভার জন্য যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে- এমএ আজিজ স্টেডিয়াম, প্যারেড মাঠ, পলোগ্রাউন্ডসহ নগরে সেই পরিমাপের আটটি মাঠ রয়েছে।
আ জ ম নাছির বলেন, “এই জনসভা সফল করতে পটিয়া উপজেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগই যথেষ্ট। তবে মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনসভায় থাকবে।
উল্লেখ্য যে, সর্বশেষ ২০১৬ সালে চট্টগ্রাম নগরীতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন