বাঁশখালীতে বনদস্যুরা পাহাড় উজাড়ের মহোৎসব চালাচ্ছে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, March 15, 2018

বাঁশখালীতে বনদস্যুরা পাহাড় উজাড়ের মহোৎসব চালাচ্ছে


আমার বাঁশখালী ডেক্স:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি বিটের অধীনে ২৫শ একর বনভূমি দখল করে বনদস্যুরা অস্ত্রের মহড়া চালিয়ে যাচ্ছে বনরক্ষীদের অস্ত্রের মুখে জিম্মী করে পাহাড়ে প্রবেশে বাধা প্রধান দিচ্ছে তারা প্রতিনিয়ত বন অফিস প্রঙ্গনে গিয়ে কর্মকর্তাদের প্রাণ নাশের হুমকিও দিচ্ছে বন দস্যুরা ঘটনায় আজ বৃহস্পতিবার পুইছড়ি বিট কর্মকর্তা জহিরুল কবির শাহিন জীবনের নিরাপত্তা চেয়ে জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় জিডি করেছেন
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন বলেন, পার্শ্ববর্তী উপজেলা পেকুয়ার দা বাহিনী পুইছড়ির গহীন অরণ্যে গাছ কর্তনের কথা শুনেছি। তবে জিডি করার মাধ্যমে জানতে পারলাম এদের কর্ম তৎপরতা। শীঘ্রই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয় বন অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জলদী অভয়ারণ্য রেঞ্জের পুইছড়ি বিটের আওতাধীন ২৫শ একর বনভূমির মধ্যে ২০০৬-০৭ সনের সৃজিত বাগানে বনরক্ষিরা নিত্য দিনের মত টহল দিতে পাহাড়ের ভিতরে প্রবেশ করে। পথিমধ্যে দা বাহিনীর ২০-৩০ জন সদস্য স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মিলে বনরক্ষিদের পথ রোধ করে। সময় বনদস্যুরা আধুনিক আগ্নেয়অস্ত্রর মুখে জিম্মী করে ফেলে বন রক্ষিদের। প্রাথমিকভাবে কাউকে হতাহতের মত ঘটনা না ঘটালেও পুনরায় বাগানে প্রবেশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বনরক্ষিদের ছেড়ে দেয় বনদস্যুরা। এদিকে পাহাড়ের ভিতর বনদস্যুদের প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় আতংকিত স্থানীয়রা। ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পুইছড়ি ইউনিয়নের জনপ্রতিনিধির মদদে পেকুয়ার দুধর্ষ দা বাহিনীর সদস্যরা গাছ কেটে পাহাড় উজাড় করার পায়তারা শুরু করেছে। এমনকি বাহিনী পাহাড়ের গহিনে ঘাটিও গেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। বাহিনীর রয়েছে অত্যাধুনিক অস্ত্রসহ প্রশিক্ষণের ঘাটি।
ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা জানান, রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছে। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়ে জলদী অভায়রণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা উত্তর কুমার পালের কাছে জানতে চাইলে তিনি জানান, দা বাহিনী বনদস্যুদের বেপরোয়া তান্ডবে আমাদের বনরক্ষিরা জিম্মী হয়ে পড়েছে। বিষয়টি আমার বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাছাড়া বনরক্ষিদের নিরাপত্তার চেয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে বলে তিনি জানান। জনকণ্ঠ অনলাইন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন