অস্কার পেয়েই স্ত্রীকে তালাক - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Saturday, March 10, 2018

অস্কার পেয়েই স্ত্রীকে তালাক


আমার বাঁশখালী ডেক্স:
ম্যাক্সিকোর নন্দিত পরিচালক ও প্রযোজক গিয়েরমো দেল তোরোর ‘শেপ অব ওয়াটার’ এখন চলচ্চিত্র দুনিয়ার অন্যতম আলোচ্য পুরুষ। গোল্ডেন গ্লোব, বাফটায় পুরস্কার জিতে দেল তোরো শেষ ছক্কাটি মেরেছেন অস্কারে। ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। অস্কার পুরস্কার পেয়েই ঘোষণা করলেন, স্ত্রীর সঙ্গে আর তিনি থাকছেন ন।
তিন দশক ধরে সংসার করা স্ত্রী লরেঞ্জা নিউটনের থেকে এক বছর ধরে আলাদা থাকছিলেন এই পরিচালক। কিন্তু অস্কার জয়ের পরেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই নন্দিত পরিচালক। গিয়েরমো দেল তোরো আর লরেঞ্জার সংসারটি টিকছে না, এমন একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এই গুঞ্জন আরও জোরদার হয় যখন গত সোমবার অস্কারের লাল গালিচায় এই নির্মাতা কিম মরগ্যান নামের এক চিত্রনাট্যকারের হাতে হাত ধরে প্রবেশ করেন। দেল তোরোর আসন্ন ছবি ‘নাইটমেয়ার অ্যালে’র চিত্রনাট্য লিখেছেন কিম। তবে কিমের সঙ্গে এই বিবাহবিচ্ছেদের কোনো যোগসূত্র নেই বলে জানান এই অস্কারজয়ী এই নির্মাতা। কিমকে তিনি ‘ভালো বন্ধু’ বলেই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
গিয়েরমো দেল তোরো বলেন, ‘কিম আমার সঙ্গে কাজ করছে। আমরা খুব ভালো বন্ধু। কেউ এটি নিয়ে কানাঘুষা করুক, তার আগেই আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই।‘ এরপর এই নির্মাতা বলেন, সাবেক স্ত্রী লরেঞ্জের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু তাঁরা আনুষ্ঠানিক বিচ্ছেদ নেন গত বছর সেপ্টেম্বরে। গিয়েরমো দেল তোরোর দাবি কিম মরগ্যানের সঙ্গে তিনি কাজ শুরু করেছেন এরপরে। তাই বিবাহ বিচ্ছেদের সঙ্গে এই নারীকে জড়ানোর কোনো কারণই নেই।
অস্কার পাওয়ার পর ধন্যবাদ জানিয়ে বক্তব্যে আলাদা করে কিমকে ধন্যবাদ জানানোর বিষয়টিও কারও নজর এড়ায়নি। অনেকে বলছেন, বন্ধুত্ব যদি মাত্র কয়েক মাসেরই হয়, তাহলে এরই মধ্যে গিয়েরমো দেল তোরোর এত কাছে কী করে চলে এলেন কিম? এদিকে কিমের সাবেক স্বামী কানাডার চিত্রনাট্যকার গাই মাদিনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। আর লরেঞ্জের সঙ্গে গিয়েরমো দেল তোরোর আছে দুই মেয়ে। তাঁদের নাম মারিসা ও মারিয়ানা।
সূত্র- ডেইলি মেইল

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন