বাঁশখালীতে দৃষ্টি মিশন কর্তৃক আয়োজিত নবম শিশু সম্মেলন সম্পন্ন - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, March 21, 2018

বাঁশখালীতে দৃষ্টি মিশন কর্তৃক আয়োজিত নবম শিশু সম্মেলন সম্পন্ন

বানীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দৃষ্টি মিশনের নবম শিশু সম্মেলন উদ্বোধন করে অতিথিবৃন্দ

 আমার বাঁশখালী.কম:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৬ মার্চ ২০১৮ খ্রিস্টাব্দে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, বাঁশখালীতে দৃষ্টি মিশন নবম শিশু সম্মেলন আয়োজন করে প্রতিপাদ্য বিষয়- আনন্দে বই পড়ি : শিখে জীবন গড়ি এবারের সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক সহ সাড়ে তিন শত জন অংশগ্রহণ করে

শিশু সম্মেলন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন শঙ্খ কবি কমরুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে দেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি কে.এম সালাহ্ উদ্দীন কামাল প্রথম পর্বে দ্বিতীয় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ইংরেজি বানান প্রতিযোগিতায় অংশ করে প্রাথমিক পর্যায়ের আরেকটি দল আটটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ করে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা শ্রেণি ভিত্তিক বই পড়া বিষয়ক সেমিনারে অংশ করে সেমিনারে বই পড়া বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন শঙ্খ কবি কমরুদ্দিন আহমদ, শিশু সাহিত্যিক আসকর আলী, মোটিভেশনাল বক্তা খোরেশেদ কাদের চৌধুরী মিনহাজুর রহমান চৌধুরী, তরুণ লেখক ইলিয়াস বাবর, মোস্তফা হায়দার, হাসনাইন সৌরভ এরপর শিক্ষার্থীরা বই পড়া কর্মসূচি অংশগ্রহণ করে পঠিত বইয়ের উপর নিজস্ব বক্তব্য প্রদান করে অভিভাবকদের সাথে বই পড়া বিষয়ক সভায় মত বিনিময় করেন শঙ্খ কবি কমরুদ্দিন আহমদ, খোরেশেদ কাদের চৌধুরী আলাওল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আতাউর রহমান তৃতীয় পর্বে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা দু বিভাগে অংকন প্রতিযোগিতায় অংশ নেয় চতুর্থ পর্বে ট্যালেন্ট শো সাংস্কৃতিক অনুষ্ঠান এতে আগ্রহী শিক্ষার্থীরা গান, আবৃত্তি, একক অভিনয় নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন পুরষ্কার বিতরণ করা হয় বানান প্রতিযোগিতায় সর্বমোট ষাট জনকে, ক্রীড়া প্রতিযোগিতায় চব্বিশ জনকে অংকন প্রতিযোগিতায় ছয় জনকে পুরষ্কৃত করা হয় এছাড়া সক্রিয় অংশগ্রহণকারী অভিভাবক হিসেবে তিন জনকে আর মেধাবী সক্রিয় শিক্ষার্থী হিসেবে আরও বার জনকে পুরষ্কৃত করা হয়

এছাড়াও উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে বই তুলে দেয়া হয় সম্মেলন আয়োজন করতে সার্বিক সহযোগিতা করছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু ঋষিকেশ ভট্টাচার্য, সর্ব শ্রী প্রদ্যুৎ মিত্র চৌধুরী, হিমেল বিশ্বাস, সুমন দে, দিপংকর দে জনাব মো. ফোরকান সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন শ্রীমতী রত্না দে,
মিসেস মহিমা বেগম, মীর মোহাম্মদ এনায়েত উল্লাহ সঞ্জয় রক্ষিত। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র মাসুদুল ইসলাম। সম্মেলনের সার্বিক পরিবেশ পরিস্থিতি সুন্দর সুষ্ঠু রাখার জন্য বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু প্রদীপ মিত্র চৌধুরী গ্রাসরুটস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মু. আশেকুর রহমান চৌধুরী সতর্ক দৃষ্টি রাখেন। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, জেনি, তানিয়া, রানু, ফারিয়া, জয়ন্তী, সুপরনা দে, তাপস দাশ, ইচমত, মাওয়া, সুরাইয়া, সাজু, আজমা আকাশ সহ আরো অনেকে। নবম শিশু সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সভাপতি কে এম সালাহ উদ্দিন কামাল চৌধুরী। সম্মেলন পরিকল্পনা পরিচালনায় ছিলেন দৃষ্টি মিশন এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী মানিক দে তিনি বাঁশখালী ডিগ্রি কলেজ ইংরেজি বিভাগের প্রধান ইউ এস স্টেট এলামনাই (আই ভি এল পি ২০১৩)প্রেস বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন