উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, March 26, 2018

উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


আমার বাঁশখালী ডেক্স:
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও  হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার যা অস্থায়ী দমকা হাওয়াসহ ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বাসস

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন