আমার বাঁশখালী ডেক্স: গণহত্যা
 দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে 
ব্লাকআউট (বাতি নিভিয়ে অন্ধকার) পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে 
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে এ কথা জানান তিনি।
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান 
স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত
 অনুযায়ী, জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে 
৯টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট থাকবে। 
এটা যথাযথভাবে পালন করার জন্য আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি। জরুরি
 স্থাপনা ব্যতীত সমস্ত বাংলাদেশে এ কর্মসূচি পালন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
 সরকার বিদ্যুৎ বন্ধ করবে না। যার যার সুইচ আমরা নিজেরাই বন্ধ করবো। এ 
বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। এদিন ব্যাপক নিরাপত্তাও গ্রহণ করা 
হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 
মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিকদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে 
গমন এবং পুষ্পস্তবক অর্পণকালীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৫ মার্চ
 রায়ের বাজার স্মৃতিসৌধ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান 
উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ২৬ মার্চে সাভার জাতীয় 
স্মৃতিসৌধ সহ অনুমদিত সকল স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা 
থাকবে। অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স সহ 
মেডিকেল সাপোর্ট থাকবে। খাবার পানিসহ অনান্য ইউলিটি সুবিধার ব্যবস্থা করা 
হবে। ঢাকাসহ সারা দেশে ফায়ার সার্ভিস তৎপর থাকবে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে
 কারাগার, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে। 
কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানো হবে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার
 করা হবে। যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। 
এছাড়া সারা দেশে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন তবে, সেটা আগেই 
পুলিশকে জানাতে হবে।
 

 
 

 
 
 
 
 
 
 
 


No comments:
Post a Comment