পটিয়ার জনসভায় অনেরা ক্যান আছন?: সেতুমন্ত্রী ও অনেরা ক্যান আছন ? :গণপূর্তমন্ত্রী হাসলেন প্রধানমন্ত্রী-www.amarbanskhali.com - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, March 21, 2018

পটিয়ার জনসভায় অনেরা ক্যান আছন?: সেতুমন্ত্রী ও অনেরা ক্যান আছন ? :গণপূর্তমন্ত্রী হাসলেন প্রধানমন্ত্রী-www.amarbanskhali.com


আমার বাঁশখালী ডেক্স:
পটিয়ার জনসভায় গতকাল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাঁদের মুখে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনে মঞ্চে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেসে ওঠেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালী আর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বাড়ি মিরসরাইয়ে। তাঁরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখার সময় জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হাসির রোল পড়ে যায়।
ওবায়দুল কাদের তাঁর বক্তব্যের শুরুতে বলেন, ‘অনেরা ক্যান আছন? ভাইয়েরা ক্যান আছন? বইনেরা ক্যান আছন?’ তারপর তিনি লম্বা সুরে বললেন, ‘মুরব্বিরা ক্যান আছন?’
এরপর মন্ত্রী কাদের জনসভার উপসি’ত জনতার উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ কি এখন গরিব ? আঁরা আর গরিব নঅ। আঁরা ভিখারী নঅ। আঁরা ভিক্ষুক নঅ।’
কী আঁরা? এমন প্রশ্নের নিজেই জবাব দেন তিনি, ‘বাংলাদেশ অ্যাহন বউত বরো অই গ্যেইয়ে।’
ওবায়দুল কাদের জনসভার মাঠে সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘১৬ কোটি মানুষ। ১৪ কোটির হাতে মোবাইল। কে দিয়েছেন ?’ জনসভার মাঠ থেকে উচ্চস্বরে জবাব আসে ‘শেখ হাসিনা।’
সমবেত জনতার উদ্দেশে উচ্চস্বরে একের পর এক আরও প্রশ্ন করেন ওবায়দুল কাদের, ‘১৬ কোটি মানুষ, ৮ কোটি লোকের ঘরে ঘরে ইন্টারনেট। কে দিয়েছেন এ সুবিধা? ঘরে ঘরে বিদ্যুৎ কে দিয়েছেন? বছরের প্রথম দিন বিনামূল্যে বই কে দিয়েছেন? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কে দিয়েছেন?’
জনসভার মাঠ থেকে এসব প্রশ্নের একটাই জবাব আসে-‘শেখ হাসিনা’।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও তাঁর বক্তব্যের শুরুতে জনসভার মাঠে সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘অনেরা ক্যান আছন ? অনেরা ভালা আছন না?’
এরপর তিনি বলেন, ‘বিএনপি, খালেদা জিয়া এতিমের টিঁয়্যা মারি হাইয়্যে। হতা ঠিক না হন? বিএনপি যহন ক্ষমতাত আছিল, বউত মানুষেরে খুন হইয্যে। বউত লাশ ফেলায়্যে। কথা ঠিক কিনা হন ?’
মন্ত্রী মোশাররফ জনসভায় উপসি’ত জনতার কাছে প্রশ্ন রাখেন, ‘আপনারা উন্নয়ন চান? তাহলে দুই হাত তুলে দেখান।’
উপসি’ত জনতা দুহাত তুলে দেখালে তিনি প্রশ্ন রাখেন, ‘যদি উন্নয়ন চান তাহলে কী দরকার ?’
তখন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ স্লোগান ধরলেন, ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার।’
মাঠে সমবেত জনতার স্লোগানের কণ্ঠস্বর একটু ছোট হওয়াতে তিনি বলেন, ‘এক্কানা জোরে হনা ওবা। খালেদা জিয়া য্যান জিয়ালত্যে ফুনে, এইরম হরি হনা ওবা।’
ইঞ্জিনিয়ার মোশাররফের একথা শুনে মঞ্চে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেসে ওঠেন। সুপ্রভাত

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন