আমার
বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী
উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়নের চাঁপাছড়ী পি,বি হাই স্কুল সড়কের ব্রিক সলিং কাজ পরিদর্শন করেন ৪নং বাহারছরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সাহেব।
পরির্দশনের
আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বিশিষ্ট জনরা।
বাহারচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম ‘আমার বাঁশখালী.কম’কে
বলেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নধীন বিভিন্ন
এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
তিনি আরো বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মাননীয় এম.পি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী’র মাধ্যমে মোশারাফ আলী মিয়ার বাজার হইতে গুনাগরী সড়ক, বশির উল্লাহ্ মিয়াজির বাজার হইতে পালেগ্রাম সড়ক, বশির উল্লাহ মিয়াজিরা বাজার হইতে মোশারাফ আলী মিয়ার বাজার সড়ক, মোশারাফ আলী মিয়ার বাজার হইতে করিম বাজার সড়ক সহ এলাকায় অনেক সড়ক ও ব্রীজ, কালর্ভেট, অনেক গ্রামীণ সড়ক, মসজিদ, মন্দির ও মাদ্রাসায় সৌর-বিদ্যুৎ সহ আরো অনেক উন্নয়ন হয়েছে, এবং কিছু কিছু চলমান রয়েছে প্রমূখ।





No comments:
Post a Comment