সাতকানিয়ার ডলুনদীতে ৭ কোটি টাকা ব্যয় এ আরসিসি গার্ডার ব্রিজ হচ্ছে - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, April 18, 2018

সাতকানিয়ার ডলুনদীতে ৭ কোটি টাকা ব্যয় এ আরসিসি গার্ডার ব্রিজ হচ্ছে



আমার বাঁশখালী ডেক্স:
অবশেষে সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি মোহাম্মদীয়া মাদ্রাসা এলাকায় ডলুনদীর ওপর নির্র্মিত হচ্ছে নতুন ব্রিজ। ৬৯ মিটার দীর্ঘ এবং ৭.৫ মিটার প্রস্থ এ ব্রিজের জন্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। এ ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে এ জনপদের দৃশ্যপট।
গত ১৫ এপ্রিল দুপুরে ব্রিজের জন্য স্থান পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (ব্রিজ) আল্লাহ হাফিজ, রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান। স্থানীরা জানান, পশ্চিম ঢেমশা ইছামতি মোহাম্মদীয়া মাদ্রাসা এলাকায় ডলুনদীর ওপর একটি ব্রিজ নির্মাণ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এ ব্রিজটি নির্মিত হলে পশ্চিম ঢেমশা ছাড়াও এওচিয়া, মাদার্শা, কাঞ্চনা, চরতি ও আমিলাইষের লোকজন উপকৃত হবে। ব্রিজটি বাস্তবায়ন হলে এখানকার মানুষ বাঁশখালীর সাথেও সহজে যোগাযোগ করতে পারবে। এলাকাবাসীর ধারণা, এ ব্রিজ দিয়ে প্রতিদিন ২০ হাজারের অধিক মানুষ যাতায়াত করবে। ব্রিজের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে সাংসদ ড. আবু রেজা নদভী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ। ফলে দীর্ঘকাল উন্নয়নবঞ্চিত সাতকানিয়ায়ও সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় ডলুনদী পারাপারের জন্য সাতকানিয়া সদর এলাকার একটিমাত্র ব্রিজ ছিল। পশ্চিম সাতকানিয়ার মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন এলাকা ঘুরে আসতে হতো। ইছামতি মোহাম্মদীয়া মাদ্রাসা এলাকায় ব্রিজটি নির্মিত হলে মানুষ সহজে নদী পার হতে পারবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক আল্লাহ হাফিজ বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানকার মানুষ বেশ উপকৃত হবে। ৬৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। আগামী সপ্তাহে এ ব্রিজের কাজের দরপত্র আহ্বান করা হবে। জুনের মধ্যে কার্যাদেশ প্রদান করা হবে। কার্যাদেশ প্রদানের দুই বছরের মধ্যে এ ব্রিজের কাজ সম্পন্ন হবে। এমপির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মুসলেম উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী নাসিত হাসান সিরাজী, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, পশ্চিম ঢেমশার চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান দুলাল। দৈনিক পূর্বকোণ

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন