চট্টগ্রামের কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Monday, April 23, 2018

চট্টগ্রামের কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম বৃদ্ধি


আমার বাঁশখালী.কম:
 দেশের মহাসড়কের যানযটের প্রভাবকে দায়ি করছেন ব্যাবসায়ীরা।  এক সপ্তাহ আগেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।  ফলে নাভিশ্বাস স্বল্প আয়ের মানুষের।  বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেশি থাকলেও, সরবরাহ বাড়ায় কমেছে সামুদ্রিক অননান্য সব মাছের দাম। 
চট্টগ্রামে চাহিদার প্রায় ৮০ ভাগ সবজি আসে উত্তরবঙ্গ থেকে।  কিন্তু‘ মহাসড়কগুলোর যানযটের কারনে দীর্ঘ লাইনে থাকায় সবজি নষ্ট হওয়ায় তার প্রভাব পড়েছে বন্দরনগরীর কাচা বাজারে।  এই যেমন নগরীর ২নম্বর গেইট কর্ণফুলী মার্কেট, কাজির দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদের কর্ণফুলি কাচা বাজারে এখনো বাড়তি দাম প্রায় প্রতিটি সবজির। 
বেগুন, ঢেড়স, ঝিঙ্গা, কাকরল, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।  ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে পেপে, টমেটো ।  তবে কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে।  সরবরাহ বেড়েছে সামুদ্রিক মাছের।  এতে কমেছে রুপচাঁদা, লটিয়াসহ সামুদ্রিক সব মাছের দাম।  তবে ইলিশ ৫০০ টাকা বিক্রি করছে। 
পাশাপাশি স্বস্তি আছে পুকুরের রুই, কাতাল, শিং, শোল, কই, চিংড়ি , তেলাপিয়ার দামে।  গরুর মাংস, মুরগি ও খাসির দাম ও বেড়েছে।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন