কোতোয়ালী পুলিশের তৎপরতায় ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ভন্ডুল - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, May 23, 2018

কোতোয়ালী পুলিশের তৎপরতায় ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ভন্ডুল




চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ভন্ডুল করে দিয়েছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।  আজ বুধবার বিকালে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশ আগে থেকে অবহিত হয়ে অভিজান চালিয়ে অস্ত্রসহ ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
আমার বাঁশখালী ডটকম:
গ্রেফতারকৃত দুজন হলেন, কুমিল্লার কাউসার আহমেদ জসিম (২৩) ও নগরীর হালিশহর বৌ বাজার এলাকার আব্দুল্লাহ আল নোমান (২৬)।  তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মহসীন জানান, সিনেমায় ঘটনা ঘটার পরই পুলিশ হাজির হয়। কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই আসামী আটক করেছি। ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে জসিম(২৫) ও নোমান(২৮) নামের দুই আসামীকে আটক করা হয়েছে কোতয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে। উদ্ধার করা হয়েছে দুইটি অস্ত্র।
তিনি বলেন, কাউসার আহমেদ জসিমকে ছিনতাইয়ের ঘটনা ঘটানোর জন্য কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসে নোমান। আজ বিকালে রিয়াজুদ্দিন বাজারের এক ব্যবসায়ী ১২ লাখ টাকা নিয়ে সিআরবি হয়ে ডবলমুরিং যাওয়ার কথা।  তাই ছিনতাইকারীরা সে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল।
এ খবর আসলে কোতোয়ালী এস আই মো: ইমদাদসহ তার টিম নিয়ে ঘটনাস্থলের অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে।  এতে ভন্ডুল হয়ে যায় ১২ লাখ টাকার ছিনতাইয়ের পরিকল্পনা।

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ

নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন