
আমার বাঁশখালী ডটকম:
গ্রেফতারকৃত দুজন হলেন, কুমিল্লার কাউসার আহমেদ জসিম (২৩) ও নগরীর হালিশহর বৌ বাজার এলাকার আব্দুল্লাহ আল নোমান (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মহসীন জানান, সিনেমায় ঘটনা ঘটার পরই পুলিশ হাজির হয়। কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই আসামী আটক করেছি। ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে জসিম(২৫) ও নোমান(২৮) নামের দুই আসামীকে আটক করা হয়েছে কোতয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে। উদ্ধার করা হয়েছে দুইটি অস্ত্র।
তিনি বলেন, কাউসার আহমেদ জসিমকে ছিনতাইয়ের ঘটনা ঘটানোর জন্য কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসে নোমান। আজ বিকালে রিয়াজুদ্দিন বাজারের এক ব্যবসায়ী ১২ লাখ টাকা নিয়ে সিআরবি হয়ে ডবলমুরিং যাওয়ার কথা। তাই ছিনতাইকারীরা সে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল।
এ খবর আসলে কোতোয়ালী এস আই মো: ইমদাদসহ তার টিম নিয়ে ঘটনাস্থলের অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। এতে ভন্ডুল হয়ে যায় ১২ লাখ টাকার ছিনতাইয়ের পরিকল্পনা।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন




No comments:
Post a Comment