আমার বাঁশখালী.কম ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ অনলাইন ডেক্স
ইসরাইলের আগ্রাসনে প্রাণহানি রোধে ফিলিস্তিনে মুসলিম দেশগুলোর শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়্যেপ এরদোগান। এদিকে, একদিনেই ৬০ ফিলিস্তিনিকে হত্যার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ওআইসি’র শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার কিছু প্রস্তাব তুলে ধরেন প্রেসিডেন্ট এরদোগান। তাগিদ দেন ইসরাইলবিরোধী ঐক্য গড়ার। গত সোমবার ইসরাইলি বাহিনীর হামলায় গাজা সীমান্তে ব্যাপক হতাহাতের ঘটনাকে নাৎসি হত্যাযজ্ঞের সাথে তুলনা করেন এরদোগান।
মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের ভেদাভেদ মিটিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। এবারের সম্মেলনে বাংলাদেশসহ ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নেন। তবে, সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কেবল নিম্ন স্তরের প্রতিনিধি পাঠানোয় অসন্তোষ জানান আলোচকরা।
এদিকে, ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের অভিযোগ তদন্তে কমিটি গঠনের কাজ শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এই সিদ্ধান্তের ভোটাভুটিতে বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য, জার্মানি, জাপানসহ ১৪টি দেশ।
No comments:
Post a Comment