চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সন্মানিত সভাপতি ড.জমির উদ্দিন সিকদারের বিরল দৃষ্টান্ত - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, May 24, 2018

চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সন্মানিত সভাপতি ড.জমির উদ্দিন সিকদারের বিরল দৃষ্টান্ত


আমার বাঁশখালী ডটকম:
জনপ্রিয় নাট্যশিল্পী গণমাধ্যমকর্মী তাজিন আহমেদ গত ২৩ মে আকস্মিক মৃত্যুবরণ করেছেন। উনার মৃত্যু সংবাদে মিডিয়াভুবনের অনেকেই ছুটে গিয়েছেন মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু উনার শেষকৃত্য সম্পাদন করার পেছনে যে মানুষটি গতকাল বিকেল থেকে আজ ভোর অব্দি  সহায়তা করে গেছেন উনি  চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সন্মানিত সভাপতি   Youth Bangla Cultural Forum এর অর্থ সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান  জনাব ডক্টর জমির উদ্দিন শিকদার। উনাকে সহায়তা করেছেন উনার স্ত্রী ডাক্তার শালিমা আক্তার শিউলি (চিকিৎসক-স্ত্রী প্রসূতি, রিজেন্ট হাসপাতাল) এবং রিজেন্ট হাসপাতালের এমডি জনাব শাহেদ আলী। 

জমির উদ্দিন শিকদার মিডিয়াভুবনের কেউ নন, শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার খাতিরে উনি নিজে আগ্রহী হয়ে উনার বাসায় অভিনেত্রী তাজিনের মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখতে রাজী হয়েছিলেন, এমনকি উনি নিজে মৃতদেহের জন্য কোরআন তিলাওয়াত দোয়া মাহফিলের আয়োজন করেছেন, সারারাত জেগে থেকে প্রয়াত তাজিন আহমেদের অসংখ্য সহকর্মীদের নিজের বাসায় অভ্যর্থনা জানিয়ে তাদেরকে সহায়তা করেছেন। এবং আজ ভোরে লাশ দাফনের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরী, সাঈদ শাকিল, উর্মিলা প্রমুখদের কাছে হস্তান্তরের মাধ্যমে উনার দায়িত্ব শেষ করেছেন। অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে, অনেক কিন্তু, কেন যুক্ত প্রশ্ন আছে। করবো না, কারণ এসব প্রশ্নের চেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা বেশি যৌক্তিক।এ ব্যাপারে চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সন্মানিত সাধারণ সম্পাদক জনাব আকাশ আহমেদ বলেন 
চট্টগ্রাম নাগরিক কমিটি, ঢাকা এর সন্মানিত সভাপতি .জমির উদ্দিন সিকদার তাজিনের মরদেহ নিয়ে যে সেবা করে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্য কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানাচ্ছেন সমাজের অনেক গুনীজন জনাব . জমির উদ্দিন সিকদার সব সময়ই মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তার জন্য আমরা চট্টগ্রামবাসী তাকে নিয়ে গর্বিত। 
নিঃস্বার্থ ভাবে . জমির উদ্দিন সিকদার মানবিক দৃষ্টি থেকে যে সেবা করেছেন তার জন্য  শিল্পী সমাজ সহ সারা দেশের মানুষের কাছে . জমির উদ্দিন সিকদার দৃষ্টান্ত হয়ে থাকবেন। স্যালুট জানাই . জমির উদ্দিন সিকদার কে
. জমির উদ্দিন শিকদারকে  ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর প্রত্যেকজন শিল্পী এবং সাংগঠনিক সদস্যদের পক্ষ থেকে   ধন্যবাদ জানান অনেকেই এই নিঃস্বার্থ সহায়তা করার জন্য  বিজ্ঞপ্তি

আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন


3 comments:

  1. লেখাটা আমার, অতএব লেখা প্রকাশের আগে অনুমতি নেয়া উচিত ছিল কিংবা লেখা প্রকাশের পর লেখকের নাম উল্লেখ করা উচিত ছিলো ।

    ReplyDelete
    Replies
    1. এটাতো ইমেইলে পাঠানো হয়েছে। এই জন্যই দুই জনের ছাবি দিয়ে পকোশ করা হয়েছে।

      Delete

পোস্টের নীচে বিজ্ঞাপন