পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন আইন পাশ করে পাকিস্তানি সিনেটের স্থায়ী কমিটির সদস্যরা। প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধে নতুন আইন ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ এ শাস্তি হিসেবে ৫০০ রুপি জরিমানা থেকে ২৫ হাজার রুপিতে উন্নীত করেন সিনেট সদস্য চৌধুরি তানভির। এছাড়াও সিনেমা হল চালু রাখার বিরুদ্ধে নতুন আইন পাশ করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পুরো রমজান জুড়ে সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিলেও দলটি সকালে ও বিকেলে তিন ঘন্টা করে সিনেমা হল খোলা রাখার অনুমতি প্রদান করে।
‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ র নতুন অনুমোদিত আইন অনুসারে রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল ও পঁচিশ হাজার রুপি জরিমানা করা হবে। এছাড়া কেউ যদি গণমাধ্যম গুলোতে রমজানের পবিত্রতা নষ্ট করে বা আইন এর বিরোধিতা করে তাহলে তাকে পাঁচ লাক্ষ টাকা জরিমানা করা হবে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় সিনেট সদস্য চৌধুরি তানভির।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ।
নিচে আপনার মতামত লিখুন
No comments:
Post a Comment