জ্যৈষ্ঠের বৃষ্টিতে থৈ থৈ ঢাকা - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, May 23, 2018

জ্যৈষ্ঠের বৃষ্টিতে থৈ থৈ ঢাকা


আমার বাঁশখালী ডেক্স রিপোর্টার মোঃ রোমান চৌধুরীঃ
বুধবার সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বনানী কবরস্থানের সামনের বিমানবন্দর সড়ক। এতে সৃষ্টি হয় তীব্র যানজট -যাযাদ     আষাঢ়ে বর্ষার এখনো ঢের বাকি। তবে আবহাওয়ার ভাবখানা এমন যেন ভরবর্ষা মৌসুম চলছে রাজধানী ঢাকায়। থেমে থেমে বৃষ্টি ঝরছে রাত-দিন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যে বাংলাদেশের মতো দেশের ঋতুবৈচিত্র্য ধুলায় মিশিয়ে ভালোই ভোগাবে, তার আভাস মিলছে জোরেশোরে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও থাকছে বৃষ্টি। আর রাজধানীতে বৃষ্টি হওয়া মানেই হাঁটুপানি বা কোমর পানিতে হাবুডুবু খাওয়া। এ যেন প্রাকৃতিক নিয়মে দাঁড়িয়েছে।

বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সকাল থেকে ?দুপুর পর্যন্ত্ম বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে মাত্র ৫২ মিলিমিটার।

আর এই বৃষ্টিতেই রাজধানীর ব্যস্ত্মতম বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যায় পানির নিচে। নগরীর মানুষগুলো বরাবরের মতো অসহায়ের মতো মুখ বুঝে চলেন নিজ গন্ত্মব্যে।
সরকারি সেবা সংস্থা ঢাকা ওয়াসা, সিটি করপোরেশনের কর্তাব্যক্তিরা জানিয়েছিলেন গত বছরের মতো এবার আর ঢাকায় জলাবদ্ধতা হবে না।
এমনকি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত বর্ষায় কথা দিয়েছিলেন 'আগামী বর্ষায় ঢাকায় জলাবদ্ধতা হবে না।' তার সেই কথার কতটুকু বাস্ত্মবতার সঙ্গে মিল রয়েছে তা বুধবার রাস্ত্মায় বের হলেই বোঝা যায়।
কাকলী, চেয়ারম্যান বাড়ী, বনানী এলাকার সড়কের উভয়পাশেই হাঁটুপানি থেকে কোমর পানি জমে যায় সামান্য বৃষ্টিতে। এখন পর্যন্ত্ম সিটি করপোরেশন বা ওয়াসার কোনো লোককে মাঠে দেখা যায়নি জলাবদ্ধতা নিরসনে।
বনানী চেয়ারম্যান বাড়ী থেকে বিমানবন্দর সড়ক দিয়ে অর্ধেক রাস্ত্মায় গাড়ি চলতে দেখা যায়। বাকি অর্ধেকের কোথাও পানিতে অকেজো হয়ে পড়ে গাড়ি বা কোথায় অধিক পানির কারণে গাড়ি চলাচল করতে পারেনি। ফলে এই সড়কে যানজট তীব্রতর হয়েছে।
একই অবস্থা রাজধানীর মিরপুর এলাকায়। বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় আগারগাঁও, শেওড়াপাড়া, কালশি, মিরপুর-১২ এলাকা পানিতে থৈ থৈ করেছে। পানি অপসারণে নেই কোনো তৎপরতা। এটা মিরপুরবাসীর প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
কারওয়ান বাজার, ফার্মগেট এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। একে তো রমজান মাস, তার ওপর আবার সড়কজুড়ে জলাবদ্ধতা নগরবাসীর জন্য 'মড়ার উপর খাঁড়ার ঘা'।
এদিকে বৃষ্টির কারণে রাস্ত্মায় গণপরিবহনের সংকট দেখা দেয়। বিশেষ করে রায়সাহেব বাজার, গুলিস্ত্মান, পল্টন এলাকায় মানুষকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে এই এলাকায় যানজট খুব বেশি দেখা যায়নি।
আবহাওয়াবিদ রোকেয়া আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত্ম ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এই বৃষ্টি কালও থাকবে। তারপর থেকে আবার স্বাভাবিক হবে। তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন