![]() |
| শেখেরখীল ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়ার জানাজার ছবি |
আমার বাঁশখালী.কম, প্রতিবেদক- মোঃ রোবেল:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইংরেজী বিভাগের খ্যাতিমান প্রবীন শিক্ষক ও শেখেরখীল ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুর সময়কালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি এক স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয় একটি মাঠে তার নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোক বিরাজ করছে। তাহার জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, তাছাড়া স্থানীয় চেয়ারম্যান মোঃ ইয়াছিন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রবীন শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমার বাঁশখালী ডটকম
প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিনিধিরা নিউজ পাঠান
ই-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুন: www.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্ ও প্রকাশক
নিচে আপনার মতামত লিখুন





No comments:
Post a Comment