দুর্দান্ত সাকিব, সচেতন তামিমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! জানুন সর্বশেষ স্কোর - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Thursday, June 28, 2018

দুর্দান্ত সাকিব, সচেতন তামিমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! জানুন সর্বশেষ স্কোর

দুর্দান্ত সাকিব, সচেতন তামিমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! জানুন সর্বশেষ স্কোর

দুর্দান্ত সাকিব, সচেতন তামিমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সফরের একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচে ২২ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের ব্যাটে লড়ছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।
ইঞ্জুরি কাটিয়ে উইন্ডিজের জার্সিতে প্রত্যাবর্তন করা তরুণ পেসার আলঝারি জোসেফের বোলিং তোপে সফরকারীদের টপ অর্ডারের প্রথম সারির তিন ব্যাটসম্যানের সাজঘরে ফেরার পর তামিমের সাথে ক্রিজে যোগ দেন সাকিব আল হাসান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে লড়াকু সংগ্রহের দিকে নিয়ে যেতে এ মুহূর্তে এ দু’জনের ব্যাটে প্রতিরোধ গড়ে চলেছে সফরকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১০০ রান। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকা সাকিব ইতোমধ্যে দেখা পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতকের। এ প্রতিবেদন লেখার সময়, ৫৮ রান নিয়ে সাকিব ও ২৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আরেক ব্যাটসম্যান তামিম ইকবাল।
উইন্ডিজের বোলারদের মধ্যে ৫ ওভার বল করে ২ মেডেন নেওয়ার পাশাপাশি ১১ রান খরচায় তিনটি উইকেটই নিজের ঝুলিতে নিয়েছেন আলঝারি জোসেফ।
এর আগে, ক্লোলিজ ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর ব্যাট করতে নেমে দলকে প্রত্যাশামত শুরু এনে দিতে ব্যর্থ হন টপ-অর্ডারের ব্যাটসম্যানরা।
প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচে উভয় দলের পুরো স্কোয়াড অংশ নিতে পারলেও যেকোন এগারোজন ক্রিকেটার ব্যাট এবং বল করতে পারবে।
প্রস্তুতি ম্যাচের উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ: শামার ব্রুকস (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জামার হ্যামিলটন, শিমরন হেটমায়ার, আলঝারি জোসেফ, কিওন হার্ডিং, শেন মোসেলে, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড, ভিশল সিং ও ওডিন স্মিথ।
উইন্ডিজ সফরের বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।আমার
 বাঁশখালী ডটকম।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন