আমার বাঁশখালী.কম নিজস্ব প্রতিবেদক মোঃ রোমান চৌধুরীঃ
চট্টগ্রাম নগরীর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
চট্টগ্রাম নগরীর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
সবচেয়ে বেশি ভীড় তৈরী পোশাকের দোকানে। যদিও পছন্দের কাপড়টি মিললেও দাম
নিয়ে ক্রেতাদের নানা অভিযোগ। ব্যবসায়ীরা জানান, দোকানের ভাড়া ও আনুষঙ্গিক
খরচের কারণে পোশাকের দাম কিছুটা বেশি। পেরিয়ে যাচ্ছে রমজানের দুই তৃতীয়াংশ
সময়। ঘনিয়ে আসছে ঈদের ক্ষণ। তাই বেচাকেনার এই ধুম নগরীর শপিংমলগুলোতে।
আগ্রাবাদের লাকি প্লাজা কিংবা সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট। নগরীর
দক্ষিণ-পশ্চিম অংশের সবচেয়ে বড় দুটি মার্কেট। তাই ঈদের কেনাকাটায় এসব
মার্কেট এখন মুখর। সবচেয়ে বেশি ভিড় তৈরী পোশাক আর শাড়ীর দোকানগুলোতে।
যেখানে পছন্দের কাপড়টি মিললেও বরাবরের মতই দাম নিয়ে অভিযোগ রয়েছে
ক্রেতাদের।
তবে এসব অভিযোগ অস্বীকার না করে দোকানের আনুষঙ্গিক খরচকে দায়ী করলেন
ব্যবসায়ীরা। পাশাপাশি অ্যাক্সেস রোডের অবস্থা বেহাল থাকায় যোগাযোগের কারণে
তুলনামুলকভাবে ক্রেতা অনেক কম বলেও দাবি তাদের। এই দুটি মার্কেটে দোকান
রয়েছে সাড়ে ৫শর বেশি। যেখানে সাজানো হয়েছে নানা বয়সী মানুষের ঈদপণ্য।
No comments:
Post a Comment