নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায় ? আর তা যদি হয় ঈদ উৎসব, তবে তো কথাই নেই। একটিদিন নিজেকে একেবারে আলাদাভাবেই প্রকাশ করতে চান অনেকেই। তাই ছুটে যান পার্লারে। এমন পার্লারেরমধ্যে নির্ভরতা আর নতুনত্বের এক নাম ‘হাবিব তাজকিরাজ’। ছেলেমেয়ে উভয়ের জন্য ২০১৫ সালে ৪ সেপ্টেম্বরনগরীর জিইসি, ওআর নিজাম রোডের, ইকুয়িটি সেন্টারিয়াম বিল্ডিং–এর তৃতীয় ফ্লোরে সুবিশাল ফ্লোরেই গড়েওঠে এই সুপ্রসিদ্ধ পার্লারটি। কাজ দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে শুরুর সময় থেকেই, তাই নগরীরপার্লারের জগতে তরুণ তরুণীদের মুখে মুখে ফেরে ‘হাবিব তাজকিরাজ’-এর নাম। তবে শুধু তরুণাই নয়, বিভিন্ন বয়সী মানুষের কাছে পার্লারের নির্ভরতা মানেই ‘হাবিব তাজকিরাজ’।
তাই ঈদ উপলক্ষে বেশ কিছু স্পেশাল সার্ভিস নিয়ে এসেছে পার্লারটি। সেই সঙ্গে কাস্টমারদের কাছে বোনাসহিসেবে থাকছে ভারতীয় হেয়ার স্পেশালিস্ট, লরিয়েল প্রফেশনাল মাহিন দাশের কাছেই চুলের বিভিন্ন সার্ভিসপাওয়ার সুযোগ। স্পেশাল সার্ভিসগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান ব্লো ডাই, থ্রিডি ফোরডি ফাইভডি, ১২টিস্পেশাল হেয়ার কাটিং আর স্পেশাল প্রোডাক্ট ফেসিয়াল। নির্বিঘেœ কাস্টমারদের মধ্যে উন্নতমানেরসার্ভিসগুলো পৌঁছে দিতে সকাল ১০টা থেকে সারা রাতব্যাপী খোলা থাকবে হাবিব তাজকিরাজ। যা চলবে পুরোচাঁদ রাত পর্যন্ত। এমনটাই জানালেন হাবিব তাজকিরাজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর কাজী সামিউদ্দিনআহমেদ। তিনি বলেন, বিশেষ করে তরুণ কাস্টমারের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে এবার বৃষ্টির কারণেকিছুটা কাস্টমার কম। তারপরও গত বছরের মতোই কাস্টমার সমাগাম হচ্ছে এখানে।
গতকাল হাবিব তাজকিরাজ–এ গিয়ে দেখা যায়, ছোট থেকে বড় সব বয়সী কাস্টমারের সমাগম এখানে।পাশাপাশি অবস্থিত ছেলে আর মেয়েদের জন্য আলাদা সার্ভিস সেন্টারগুলোতে ভিড়। প্রতিটি সার্ভিস সম্পর্কেবিস্তারিত জানালেন কাজী সামিউদ্দিন আহমেদ।
ব্রাজিলিয়ান ব্লো ডাই : ঈদ উপলক্ষে প্রথমবারের মতো এবং একমাত্র চুলের এই সার্ভিস নিয়ে এসেছে ‘হাবিবতাজকিরাজ’। ছেলে–মেয়ে উভয়ের জন্য রয়েছে এই সার্ভিস গ্রহণের সুযোগ। মূলত যাদের চুল ফ্রিজি বা রুক্ষ, বাঁকা, কালার কিংবা মেহেদী করা, চুল ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া চুলের জন্য স্পেশাল এই ডাই। শুরুতেইহেয়ার এনালাইজার মেশিনের মাধ্যমে চুলের পরীক্ষা নিরীক্ষার পর ব্লো–ডাই কা ক্যারোটিন ট্রিটমেন্ট করা হবে।ভারতীয় হেয়ার স্পেশালিস্ট, লরিয়েল প্রফেশনাল মাহিন দাশ চুলের প্রাথমিক পরীক্ষাশেষে এই ট্রিটমেন্ট দিয়েথাকেন। মেয়েদের চুলের ক্ষেত্রে এর দাম পড়বে ৭ হাজার ৯৯৯ টাকা থেকে প্রায় ২০ হাজার টাকা এবং ছেলেদেরক্ষেত্রে এর দাম পড়বে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা।
থ্রিডি, ফোরডি, ফাইভডি : এই কালারের বিশেষত্ব হলো থ্রিডিতে তিনটি রঙ, ফোরডিতে চারটি রং আরফাইভডিতে পাঁচটি রঙের উপস্থিতি থাকবে চুলে। যাদের চুল আগে থেকেই কালার করা বা মেহেদী দেওয়া, তারাএই স্পেশাল হেয়ার কালারের মাধ্যমে আবারো কালার করতে পারেন চুলে। এছাড়া যাদের হেয়ার ফল সমস্যাসহচুলের বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে তারাও এই সার্ভিসটি এপ্লাই করতে পারেন চুলে। মেয়েদের ক্ষেত্রে এর দামপড়বে যথাক্রমে ৬ হাজার, ৭ হাজার, ৮ হাজার আর ছেলেদের ক্ষেত্রে দাম পড়বে ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজারটাকা।
শুধু চুলে ব্লো ডাই কিংবা কালার নয়, ঈদ উপলক্ষে প্রায় ১২টি চুলের কাটিং নিয়ে এসেছে হাবিব তাজকিরাজ।অন্যদিকে সামনে ঈদ আর বিশ্বকাপকে সামনে রেখে ছেলেদের চুলের কাটে ভিন্নতা নিয়ে এসেছে ‘হাবিবতাজকিরাজ’।
মেয়েদের চুলের কাটিং : মেয়েদের ক্ষেত্রে এবারের জনপ্রিয় চুলের কাটিংগুলো হলো ‘কোরিয়ান ট্রেন্ডিং হেয়ারস্টাইল’; এই কাটের ফলে মাল্টি লেয়ার তৈরি হবে চুলে, পাশাপাশি অনেকটাই কার্লিভাবও চলে আসবে। ‘সাইটসুইফট’; এই কাটের বিশেষত্ব হলো চুলের দুপাশে লেয়ার। যা অনেকটা দেখতে সিঁড়ির মতোই। রয়েছে ‘উইজহেয়ার কাট’। চুলকে বাউন্সি করে তুলবে এই চুলের কাটটি। ‘ইউরোপিয়ান লুজ কার্লস’। আর এখানে চুল কাটায়ব্যবহার করা হবে ট্রিমার। যা এক নতুন মাত্রা যোগ করেছে চুলের কাটিং এ। চুলের কাটগুলোর দাম পড়বে১৫শ টাকা থেকে ২০০০ টাকা।
ছেলেদের চুলের কাটিং : ছেলেদের চুলের কাটিংগুলো হলো ‘বিগ ভলিউম কুইপ’, ‘জায়ান মালিক সিগনেচার’, ‘মেসি আন্ডার কাট’, ‘জ্যাক স্প্যারো হেয়ার স্টাইল’সহ আরো অনেক কাট রয়েছে। প্রতিটি চুলের কাটের জন্যখরচ করতে হবে মাত্র ৫০০ টাকা করে।
কিডস হেয়ার কাট : রয়েছে কিডস হেয়ার কাট। এর মধ্যে চাহিদা রয়েছে ‘হেয়ার ট্যাট’ুর। দাম পড়বে ৫০০টাকা।
হেয়ার স্পা : ছেলেমেয়ে উভয়ের জন্য রয়েছে হেয়ার স্পার সুবিধা। চায়না প্রোডাক্ট হলো এই স্পার প্রধানউপাদান। ছেলেদের জন্য ১০০০ থেকে ১৫০০, আর মেয়েদের জন্য ১৫০০ থেকে ২০০০ টাকা।
তাই বলা চলে, ‘হাবিব তাজকিরাজ’ এ চলছে তরুণী তরুণীদের হেয়ার স্টাইলিং উৎসব। ঈদকে সামনে রেখেএই উৎসব এখন জমজমাট। নিজেদের চুলের আর চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনতে সৌন্দর্য সচেতন মানুষরাইএখন ভীড় করছেন এখানে। চুলের ব্রাজিলিয়ান ব্লো ডাই করাতে এসেছেন গৃহিণী ফারহানা। তিনি জানান, সবসময় আসা হয় না। তবে এই অফারটির কথা জানতে পেরেই ছুটে এসেছি এখানে। আর এখানে সার্ভিস এতোভালো সে কথা তো জানাই আছে।
শুধু কি চুল, মুখমন্ডলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে বিভিন্ন প্রোডাক্ট ফেসিয়াল নিয়ে এসেছে ‘হাবিব তাজকিরাজ’।
ফেসিয়াল : ‘ফ্রুট + ইনস্ট্রা ব্লো’ ফেসিয়ালের পাশাপাশি মেনিকিউর করার সেবা পাওয়া যাবে এই ফেসিয়ালে।ছেলেমেয়ে উভয়েই করতে পারেন এই ফেসিয়াল। ছেলেদের জন্য এই সার্ভিসটির দাম রাখা হয়েছে ১৩০০ টাকাআর মেয়েদের জন্য ১৬০০ টাকা। আরো রয়েছে ‘লোটাস ন্যাচারাল গ্লো’, ‘স্প্যাসিপিক্স প্রফেসনাল (এইজডিফায়িং গ্লোড ফেসিয়াল কিট), ‘স্প্যাসিপিক্স ওয়াইটনিং ফেসিয়াল’, ‘লরিয়েল গ্লোড ফেসিয়াল’, ‘ভিকোন্যাচারাল স্কিনস’, ‘অক্সিগ্লো ফ্রুট ফেসিয়াল’। এসব ফেসিয়ালে ছেলেদের ক্ষেত্রে দাম পড়বে ১৫০০ থেকে ৩০০০টাকা, মেয়েদের জন্য ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা। আরো রয়েছে ‘চকলেট ফেসিয়াল’, ‘ওথ্রি ফেসিয়াল’, ‘ভিটামিন সি ফেসিয়াল’, ‘লোটাস ফেসিয়াল’ (৫টি ধরণের)। ২০০০–৪০০০ টাকা পড়বে এসব ফেসিয়ালে।এছাড়া বিশেষ করে ছেলেদের জন্য রয়েছে ‘ওয়াইট হেডস, ব্ল্যাক হেডস লেজার ট্রিটমেন্ট’। দাম পড়বে ১০০০টাকা।
পেডিকিউর, মেনিকিউর : হাত পায়ের বিশেষ যতেœ রয়েছে পেডিকিউর, মেনিকিউরের বিশেষ সার্ভিস। যারনাম লোটাস পেডিকিউর, মেনিকিউর। তবে বিভিন্ন ফ্লেভারের। শুধু হাত পায়ের সৌন্দর্যই বৃদ্ধি পাবেনা, এইফ্লেভার রয়ে যাবে ১০ থেকে ১২দিন পর্যন্ত। ফ্লেভারের মধ্যে রয়েছে ম্যাংগো, চকলেট, স্ট্রবেরি, গ্রেইপ। এর দামপড়বে ২৫০০ টাকা।
এমন আরো অসংখ্য আপডেট আর ভিডিও দেখা যাবে হাবিব তাজকিরাজ এর ফেইসবুক পেইজ আরইউটিউবে। ‘হাবিব তাজকিরাজ’ লিখে সার্স দিলেই পাওয়া যাবে তাদের পেইজ আর ভেরিফাইড ইউটিউবচ্যানেলটি। আমার বাঁশখালী ডটকম। সূত্র: পূর্বকোণ
No comments:
Post a Comment