ঘুষ গ্রহণের দায়ে ওসি আলতাফ কারাগারে!!! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 20, 2018

ঘুষ গ্রহণের দায়ে ওসি আলতাফ কারাগারে!!!



আমার বাঁশখালী ডটকম:
কারাগারেমামলা নিতে ঘুষ গ্রহণে অভিযুক্ত  দায়ের করা মামলায় কুতুবদিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিআলতাফ হোসেনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা  দায়রাজজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালতে বিচারাধীন একটি মামলায় অভিযুক্ত ওসিকেজেলহাজতে প্রেরণের  আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়পারিবারিক অভাব অনটনের কারণে ২০১৪ সালের ১৮ জুন সকালে ছিন্নিখাইয়ার পাড়ায় মৃত নজির আহমদের পুত্র উপজেলার ভূমি অফিসের কর্মচারী ফরিদুল আলমকে হত্যা করে তারস্ত্রী রোকেয়া বেগম ডেজি  ছেলে অহিদুল আলম (রিয়াদ)  ঘটনায় নিহতের মা নুর জাহান বেগম বাদী হয়েমামলা করতে গেলে কুতুবদিয়া থানার ওসি আলতাফ হোসেন এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন।
 প্রস্তাব শুনেঅবাক বনে যান বৃদ্ধ মা নূরজাহান। তারপরও ছেলে হত্যার ন্যায়বিচার পাওয়ার আশায় এসআই এবিএমকামাল উদ্দিনের মাধ্যমে আলতাফ হোসেনকে ৫০ হাজার টাকা দেন ওই বৃদ্ধা। কিন্তু ওসি আলতাফ হোসেননুরজাহানের দায়ের করা এজাহারটি আমলে নেয়নি। উল্টো নিহতের ছেলে মোহাম্মদ তৌহিদুল আলমের নিকটথেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে অপর একটি মামলা (কুতুবদিয়া থানার মামলা নং ১৫। জি আর নং ৭৫/১৪গ্রহণ করেন।
ওই মামলায় নিহতের বৃদ্ধ মা নূর জাহান  নিহতের দুই ভাই ইস্কান্দর মির্জা  মাহবুব আলমকেআসামি করা হয়। সেই মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন দুই ভাই। এনিয়ে ইস্কান্দর মির্জার স্ত্রী জামিলাআকতার বাদি হয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে কুতুবদিয়া থানার ওসি আলতাফ  এসআইএবিএম কামাল উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন।
 বিষয়ে দুদকের পিপি বলেনবাদিনীর লিখিত অভিযোগ পেয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতেরতৎকালীন সাদিকুল ইসলাম তালুকদার মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে২০১৭ সালের ১৫ মার্চ ওসি এবং এসআই দুজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন তদন্ত কর্মকর্তাঅজয় ঘোষ। এরপর তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারিপরোয়ানামূলে ওসি আলতাফ আদালতে আতœসমর্পণ করে জামিনের আবেদন করেন।
জানা গেছেওসি আলতাফ আতœসমর্পণের সময় কৌশলে সঙ্গে করে বাদিকেও নিয়ে আসেন। বাদি মামলাটিসামাজিকভাবে সুরাহা করা হয়েছে বলে আদালতে লিখিত আবেদন করেছেন।

আদালত ওসির জামিনআবেদনটি শুনানির জন্য রেখে ওসিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালত মামলার পরবর্তীশুনানির তারিখ ২৬ জুন ধার্য করেন। উল্লেখ্য ওসি আলতাফ হোসেন বর্তমানে সিলেটের কোম্পানিগঞ্জ থানায়কর্মরত আছেন বলে জানা গেছে। আমার বাঁশখালী ডটকম। সূত্র: দৈনিক পূর্বকোণ।




প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন