অর্থমন্ত্রী মতো জ্ঞানী-গুনী ব্যক্তি আমরা কোথায় পাবো: রওশন এরশাদ - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 27, 2018

অর্থমন্ত্রী মতো জ্ঞানী-গুনী ব্যক্তি আমরা কোথায় পাবো: রওশন এরশাদ


প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শেষ বাজেট। কারণ তিনি আর নির্বাচন করবেন না বলে নিজেই ঘোষণা দিয়েছেন। সে হিসেবে আগামী সংসদে তাকে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতো জ্ঞানী-গুনী ব্যক্তি আমরা কোথায় পাবো। তাকে ছেড়ে দেয়া যাবে না।
অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এমন গুণী-জ্ঞানী ব্যক্তি আমরা পাবো কোথায়? আপনি যাবেন কোথায়? আপনাকে তো আমরা ছাড়বো না।
রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী বলেছেন এইটাই তার শেষ বাজেট, কিন্তু আমরা তাকে ছাড়বো না। এতো জ্ঞানী-গুণী মানুষ আমরা কোথায় পাবো? তলাবিহীন ঝুড়ি বলা হতো যে দেশকে সেই দেশে এত বড় বাজেট দেওয়া কম কথা না। এই সংসদেই প্রথম সংসদ যেখানে আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি। আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা একসঙ্গে বাজেট পাস করেছি। প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য বরাদ্দ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, বাজেটে নারীদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। তার মানে নারীরা পিছিয়ে আছে। একথা সত্য যে, নারীরা পিছিয়ে আছে তাতে কোনো ভুল নাই। কিন্তু বাজেটে বরাদ্দ দিলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকমডটবিডি।


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন