সাতকানিয়ায় আলোচিত বাঁশি বৈদ্য ইয়াবাসহ গ্রেফতার - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Friday, June 29, 2018

সাতকানিয়ায় আলোচিত বাঁশি বৈদ্য ইয়াবাসহ গ্রেফতার


চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনি গ্রামের আলোচিত চন্ডি বৈদ্যের বাড়ি থেকে নিকুঞ্জ বৈদ্যের ছেলে বাঁশি বৈদ্য (৫০) কে ৭২টি ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুন বুধবার রাতে নিজের বাড়ি থেকে বাঁশি বৈদ্যসহ পৃথক অভিযানে গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত পলাতক আরও ৪ আসামিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৮), মো. খোরশেদ (২০), মো. গিয়াস উদ্দিন (২৫) ও মো. মারুফ (১৯)।
সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়ামিন সুমন ও এএসআই গোলাম মোস্তফা বাঁশি বৈদ্যের উঠান থেকে বাঁশি বৈদ্যের দেহ তল্লাশী করে ৭২ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় তার সাথে থাকা সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, কেঁওচিয়া বৈদ্য বাড়ি এলাকা থেকে ৭২ পিস ইয়াবাসহ বাঁশি বৈদ্যকে গ্রেফতার করা হয়। পলাতক সাইফুল ইসলাম সহ তিনি দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বাঁশি বৈদ্যসহ পৃথক অভিযানে গ্রেফতার হওয়া আরও ৪ আসামিকে বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
চিকিৎসাবিদ্যায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অনেক বছর ধরে সব ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা করে আসছিলেন বাঁশি বৈদ্য নামের কথিত এই কবিররাজ। জিন-ভূত তাড়াতে করেন ঝাড়ফুঁকও। ভেজা কাগজের টুকরো দেখেই তিনি বুঝে ফেলেন কে কোন রোগে আক্রান্ত। এরপর ডাবে ফুঁ দিয়ে করেন কথিত প্রাথমিক চিকিৎসা।আমার বাঁশখালী ডটকম। সূত্র: কারেন্টনিউজ ডটকম ডটবিডি


প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন