বাঁশখালীতে সিএনজির ধাক্কায় মহিলা নিহত! - আমার বাঁশখালী ডটকম AmarBanskhali.Com

ব্রেকিং নিউজ

শীর্ষ বিজ্ঞাপন

নিউজ এর উপরে বিজ্ঞাপন

Wednesday, June 20, 2018

বাঁশখালীতে সিএনজির ধাক্কায় মহিলা নিহত!



আমার বাঁশখালী.কম, নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার সাধানপুর ইউনিয়নের পোড়াবাড়ী (১১ হত্যা সংলগ্ন) বিছিন্না পাড়া এলাকায় আজ বুধবার (২০ জুন) বিকাল সাড়ে ৪টায় সিএনজি চালিত অটোরিক্সর ধাক্কায় এক বৃদ্ধ মহিলা মারাগেছে।
সূত্র জানাযায়, সাধানপুর ইউনিয়নের ৮নং ওয়াডের বিছিন্ন পাড়া গ্রামীণ সড়কে কক্সবাজার জেলার পেকুয়া গামী সিএনজির ধাক্কায় বিছিন্না পাড়ার নাজু মিয়ার স্ত্রী হোছনেআরা বেগম (৫০)কে গুরুত্বর আহত অবস্থায় গুনাগরী বাজারস্থ বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে গেছে কর্মতর ছিকিৎসক তাকে মূত্যু ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানাযায়, দূঘর্টনাকৃত সিএনজিটি স্থানীয় লোকজন আটক করছে।

বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) সালাউদ্দীন আহমদ বলেন, সাধানপুর পোড়াবাড়ী এলাকায় সিএনজির ধাক্কায় বৃদ্ধ মহিলা নিহত ঘটনাটি নিশ্চিত করে বলেন ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছেন এবং চলকের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আমার বাঁশখালী ডটকম।

প্রিয় পাঠক,
প্রেস বিজ্ঞপ্তি  প্রতিনিধিরা নিউজ পাঠান
-মেইল: amarbanskhali@gmail.com
ভিজিট করুনwww.amarbanskhali.com
প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ্  প্রকাশক 
এম.ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত সংবাদ
নিচে আপনার মতামত লিখুন

No comments:

Post a Comment

পোস্টের নীচে বিজ্ঞাপন