আমার বাঁশখালী.কম.ডেক্স রিপোর্টার মোঃ রোবেল.
বাঁশখালীর উপজেলা সদরের গলায় ফাঁস লাগিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার পৌরসদরের দক্ষিণ জলদী মহাজন পাড়া এলাকায় গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী ব্যবসায়ী শুভ দাশ পায়েল (২১) ওই এলাকার রণজিৎ দাশ ও সন্ধ্যা দাশের পুত্র।
জানা যায়, শুভ দাশ লেখাপড়ার পাশাপাশি পৌরসদরে সরকার ষ্টোর নামে একটি দোকান করত। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা শেষে বাড়ি গিয়ে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সকালে তার লাশ পারবারিক শ্মশানে দাহ করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নাপোড়া এলাকার এক পরিচিত মেয়ের সাথে বছর খানিক আগে থেকে সম্পর্ক ছিল। গত রাতে ছেলের মা-মেয়ের মাকে ফোন করে মেয়েকে সাবধান করার কথা বললে মেয়ে রাত্রে ছেলেকে টেলিফোনে অকথ্য ভাষায় কথা বলার পর গভীর রাতে সে গলায় পাশ লাগিয়ে আত্মহত্যা করে বলে তার স্বজনরা জানান। এদিকে তার এই অস্বাভাবিক মৃত্যুতে তার বাবা মা ভেঙে পড়েছে। একমাত্র ভাইকে হারিয়ে ২ বোনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বাঁশখালীর উপজেলা সদরের গলায় ফাঁস লাগিয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার পৌরসদরের দক্ষিণ জলদী মহাজন পাড়া এলাকায় গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী ব্যবসায়ী শুভ দাশ পায়েল (২১) ওই এলাকার রণজিৎ দাশ ও সন্ধ্যা দাশের পুত্র।
জানা যায়, শুভ দাশ লেখাপড়ার পাশাপাশি পৌরসদরে সরকার ষ্টোর নামে একটি দোকান করত। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা শেষে বাড়ি গিয়ে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সকালে তার লাশ পারবারিক শ্মশানে দাহ করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নাপোড়া এলাকার এক পরিচিত মেয়ের সাথে বছর খানিক আগে থেকে সম্পর্ক ছিল। গত রাতে ছেলের মা-মেয়ের মাকে ফোন করে মেয়েকে সাবধান করার কথা বললে মেয়ে রাত্রে ছেলেকে টেলিফোনে অকথ্য ভাষায় কথা বলার পর গভীর রাতে সে গলায় পাশ লাগিয়ে আত্মহত্যা করে বলে তার স্বজনরা জানান। এদিকে তার এই অস্বাভাবিক মৃত্যুতে তার বাবা মা ভেঙে পড়েছে। একমাত্র ভাইকে হারিয়ে ২ বোনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।






No comments:
Post a Comment