আমার বাঁশখালী ডটকম:
গাজীপুরের সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের বাইমাইল এলাকায় ঈদের দিন বিকেলে ৯ জন সহপাঠী শিশু বন্ধুরা এক সাথে ছোট একটি ডিঙ্গি নৌকা করে ঈদের অানন্দ উপভোগ করার জন্য ঘোরতে গিয়েছিল, বাইমাইল বিলে, বিলের মাঝখানে একটি সিমানার পিলারের সাথে দাক্কা লেগে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়, তখন ৫ জন শিশু সাঁতারকেটে উঠতে পারলে ও বাকী ৪জন শিশু উঠতে না পারায় তাদের মৃত্যু হয়।
নিহতরা জলেরদাম পাবনার ভাঙ্গুরা থানার বেতুয়ান গ্রামের মো. মজিবুর হাসানের মেয়ে মিম (১০), ছেলে সোহাগ (৭), টাঙ্গাইলের ঘাটাইল থানার কাঠতলা গ্রামের সাইফুলের মেয়ে সাদিয়া (১০) ও মো. খোকনের মেয়ে পারভীন (১২)। তারা কোনাবাড়ি বাইমাইল দক্ষিণ হরিনের চালা হাজী মাধবরের বাড়ীর ভাড়াটিয়া।
নিহতের অভিভাবকরা ওই এলাকায় বহুদিন যাবত বসবাস করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতেন। ঐ এলাকার স্থানীয় কাউন্সিলর বলেন , ঈদের খুশিতে শিশু বাচ্ছারা আনন্দ উপভোগ করার জন্য সহপাঠী ৯ জন শিশু একটি নৌকা নিয়ে বিকেল দিকে বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকাটি গভীর পানিতে ডুবে গেলে চার শিশু পানিতে তলিয়ে যায় এবং বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি সাংবাদিকদেরকে বলেন। আমার বাঁশখালী ডটকম
No comments:
Post a Comment